ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৬, ১০ অক্টোবর ২০১৭

বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৯ অক্টোবর ॥ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী মাদক পাচারকারী বুলবুল হোসেন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে মথুরাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে বুলবুল হোসেনের নেতৃত্বে ৭-৮ মাদক পাচারকারী শনিবার রাত ২টার দিকে ভারতে প্রবেশ করে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশকালে জামালপুর সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুলবুল হোসেন কোমরে গুলিবিদ্ধ তার সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে তার মৃত্যু হলে তার সহযোগীরা সোমবার ভোরে মথুরাপুর এলাকার একটি বেসরকারী ক্লিনিকের গেটের সামনে বুলবুল হোসেনের লাশ ফেলে রেখে যায়। মুক্তিযোদ্ধা মতিউরের বসতভিটা উদ্ধার দাবি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশালে মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বসতভিটা ও জায়গা জমি উদ্ধারে প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন মতিউরের পরিবার। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সহায়তা চাওয়া হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, মতিউর রহমানের ভাই আবদুল মান্নান চানু ও তার সন্ত্রাসী সহযোগীরা দুই একর ৫০ শতাংশ জমি জোরপূর্বক জবর দখল করে বসতভিটা থেকে মতিউর ও তার পরিবারের সদস্যদের উচ্ছেদ করে দেয়া হয়। এর পর থেকে মতিউর রহমানের পরিবার ত্রিশাল উপজেলা সদরে ভাড়া করা বাসায় দিনাতিপাত করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরও মতিউর রহমানের বসতভিটা উদ্ধারে কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি। এ নিয়ে পরিবারে সদস্যরা হতাশ হয়ে পড়েছে। ঘটনাটি তদন্তপূর্বক দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তুমূলক বিচার দাবি করেছে মতিউরের পরিবার। সংবাদ সম্মেলনে মতিউর রহমানের মেয়ে শরীফা খাতুন, বোন নাসরিন সুলতানা পাপড়ি, চাচা আবদুর রাজ্জাকসহ পরিবারের সদস্য এবং স্বজনরা উপস্থিত ছিলেন।
×