ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঁচামরিচে টনপ্রতি শুল্ক ১৯ হাজার ৬০০ টাকা

প্রকাশিত: ০৪:৩৪, ১০ অক্টোবর ২০১৭

কাঁচামরিচে টনপ্রতি শুল্ক ১৯ হাজার ৬০০ টাকা

হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১১০ টাকায়। এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হলেও দাম কমছে না। শুল্ক কর আরোপের পরিমাণ বেশি হওয়ায় বেড়েছে আমদানি খরচ। এ কারণে দাম কমছে না বলে জানান আমদানিকারকরা। তারা জানান, মরিচ আমদানিতে টনপ্রতি ১৯ হাজার ৬শ’ টাকা করে শুল্ক দিতে হচ্ছে তাদের। এছাড়া, বন্যার কারণে কাঁচামরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের বাজারেও উর্ধমুখী এ নিত্য পণ্যের দাম। -অর্থনৈতিক রিপোর্টার ‘ব্লু ইকোনমি অথরিটি’ গঠনের সুপারিশ দেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকার সমুদ্র সম্পদ আহরণ ও উত্তোলনে আইন প্রণয়ন করে ‘ব্লু ইকোনমি অথরিটি’ গঠন করার সুপারিশ করেছে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সোমবার জাতীয় সংসদ ভবনে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, আবু জাহির, এম, আবদুল লতিফ এবং এবিএম রুহুল আমিন হাওলাদার বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এর মাধ্যমে জাতির জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। কমিটি সমুদ্র এলাকা সার্ভে করার জন্য জাহাজ কেনার সুপারিশ করে। পরবর্তী বৈঠকে বাপেক্সকে আরও শক্তিশালী করার জন্য একক এজেন্ডার ভিত্তিতে বিস্তারিত আলোচনার সুপারিশ করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×