ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী

প্রকাশিত: ০৪:৩৩, ১০ অক্টোবর ২০১৭

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী

বিশিষ্ট ব্যাংকার আরিফ কাদরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। পূর্বে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ৩৩ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ কাদরী ১৯৮৪ সালে তৎকালীন আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা করেন। তিনি বাংলাদেশ এ্যাসোশিয়েশন অব ব্যাংকারসের সেক্রেটারি জেনারেল। -বিজ্ঞপ্তি চাঁপাইয়ে এক্সিম ব্যাংক কৃষি বিদ্যালয়ে ইউনিভার্সিটি ডে পালন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি ডে পালন করে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং এক্সিম ব্যাংক কৃষি বিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর এবিএম রাশেদুল হাসান। এর আগে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পরে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় হলরুমে ইউনিভার্সিটি ডে’র কেক কাটা হয়। অবশেষে পেপ্যাল যাত্রা শুরু করছে ১৯ অক্টোবর অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে আগামী ১৯ অক্টোবর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে অনলাইনে অর্থ স্থানান্তরের সেবা পেপ্যাল। ১৮ অক্টোবর শুরু হতে যাওয়া বাংলাদেশ আইসিটি এক্সপোর দ্বিতীয় দিনে পেপ্যাল সেবার উদ্বোধন করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোমবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, ‘দীর্ঘদিনের অপেক্ষার শেষ হচ্ছে। আগামী ১৯ অক্টোর থেকে পেপ্যাল সুবিধা সোনালী, রূপালী ব্যাংকসহ মোট ৯টি ব্যাংকের প্রায় ১২ হাজার শাখায় পাওয়া যাবে। এতে ফ্রিল্যান্সারদের পাশাপাশি উপকৃত হবেন অনলাইনে লেনদেন করছেন এমন ব্যবহারকারীরা।’ চলতি বছরের এপ্রিল মাসে দেশে পেপ্যাল চালুর জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন জুনাইদ আহমেদ পলক। সেবাটি বাংলাদেশে দ্রুত শুরুর ব্যাপারে আহ্বান জানান তিনি। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে পেপ্যালের সদর দফতরে পেপ্যালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় মে মাসে দেশে পরীক্ষামূলকভাবে পেপ্যালের সেবা (জুম) চালু করে সোনালী ব্যাংক। তবে শুরুতে এতে বৈদেশিক রেমিটেন্স আহরণ ও বিতরণ কার্যক্রম চালুর কথা বলা হলেও ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের অর্থ লেনদেনের সুবিধা ছিল না।
×