ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দরপতনের সঙ্গে কমেছে লেনদেন

প্রকাশিত: ০৪:২৩, ১০ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে দরপতনের সঙ্গে কমেছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সংশোধন হয়েছে। এদিন সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট কমেছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, রবিবার ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ৭টি ব্যাংকের শেয়ার বাজারে আইনী সীমার অতিরিক্ত বিনিয়োগের কারণে ১৭ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আরও ৬টি ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ রয়েছে বলে সতর্ক করে দেয়া হয়। মূলত, এ কারণেই সোমবারে সকাল থেকেই বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ বাড়ে। দিন শেষে ব্যাংক, বীমাসহ যেসব কোম্পানিগুলোতে বিনিয়োগকারীরা বেশি মুনাফায় ছিলেন। তারা সেখান থেকে মুনাফা তুলে নিতে থাকে। যার কারণে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে শুধু সোস্যাল ইসলামী ব্যাংক ছাড়া সবকটিরই দর কমেছে। একই সঙ্গে প্রকৌশল ছাড়া বাকি সবগুলোরই দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৬ কোটি ৪০ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৫৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর। সকালে শুরু থেকেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। শেষ সারাদিনে শেয়ার বিক্রির চাপ অব্যাহত থাকায় ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭৭ পয়েন্ট কমে ৬ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি, এ´িম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আমরা নেটওয়ার্ক, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : স্টাইল ক্রাফট, সিভিও পেট্রো কেমিক্যাল, রহিম টেক্সটাইল, আমরা নেটওয়ার্ক, বিডি অটোকার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এসিআই, এসিআই ফর্মুলেশন, নূরানী ডাইং ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সিমটেক্স, প্রাইম ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, মুন্নু স্টাফলার, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, ইউসিবি, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া ও উত্তরা ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক, এ´িম ব্যাংক, আমরা নেটওয়ার্ক, লঙ্কাবাংলা ফাইনান্স, লঙ্কাবাংলা ফাইনান্স, ইউসিবি ও উত্তরা ব্যাংক।
×