ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরমাণু সমঝোতা বাতিল করলে ‘পৃথিবী বদলে যাবে’ ॥ জার্মান পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:২১, ১০ অক্টোবর ২০১৭

পরমাণু সমঝোতা বাতিল করলে ‘পৃথিবী বদলে যাবে’ ॥ জার্মান পররাষ্ট্রমন্ত্রী

জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে ‘এই পৃথিবী বদলে যাবে।’ বার্লিনে একটি নির্বাচনী জনসভায় গ্যাব্রিয়েল বলেন, ‘এটি আমাদের জন্য একটি ভয়াবহ বিপদ, কারণ যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে পৃথিবী বদলে যাবে।’ খবর ওয়েবসাইটের। কিভাবে পৃথিবী বদলে যাবে তা উল্লেখ না করলেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ট্রাম্পের এ সিদ্ধান্তের কারণে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে বসে তাহলে তা কারো জন্যই ভাল ফল বয়ে আনবে না।’ মার্কিন প্রশাসন আইনের শাসনকে ‘শক্তিশালীর শাসনে’ রূপ দেয়ার যে চেষ্টা করছে তার তীব্র নিন্দা জানিয়ে সিগমার গ্যাব্রিয়েল বলেন, ‘জার্মানি ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্তে অটল থাকবে।’ ২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশÑ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনের পাশাপাশি জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক পরমাণু সমঝোতা চুক্তিতে সই করে ইরান। সমঝোতার প্রতি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
×