ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিউইয়র্ক পাতাল রেলে হামলার চক্রান্তকারীকে ফেরত পাঠাবে ফিলিপিন্স

প্রকাশিত: ০৪:২০, ১০ অক্টোবর ২০১৭

নিউইয়র্ক পাতাল রেলে হামলার চক্রান্তকারীকে ফেরত পাঠাবে ফিলিপিন্স

নিউইয়র্কের পাতাল রেল ও টাইমস স্কয়ারে এক ব্যর্থ জিহাদী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকা সন্দেহে ফিলিপিনো রাসেল সালিককে প্রত্যর্পণ করা হবে যুক্তরাষ্ট্রে। ফিলিপিন্সের বিচারমন্ত্রী রবিবার এ কথা বলেছেন। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের নামে ২০১৬’র রমজান মাসে হামলা চালানোর পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে রাফেল সালিক (৩৭), আবদুল রহমান আল-বাহনাসাবি (১৯) ও তালহা হারুনের (১৯) বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় বলেছে, সালিককে ২০১৭’র এপ্রিলে ফিলিপিন্সে গ্রেফতার করা হবে। ফিলিপিন্সের বিচারমন্ত্রী ভিটালিয়ানো আগুইরি এক বিবৃতিতে বলেছেন, এর মানে এই যে, অনুরোধক্রমে প্রত্যর্পণ প্রক্রিয়া আমাদের শুরু করতে হচ্ছে। এ জন্য কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আমাদের এবং অতীতে এ রকমটা অনেকবারই করতে হয়েছে। ফিলিপিন সামরিক প্রধান জেনারেল এডুয়ার্ডো এ্যানো রবিবার বলেছেন, সালিক দেশের ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনে আটক রয়েছে। শুক্রবার প্রকাশিত মার্কিন আদালতের দলিল অনুযায়ী ফিলিপিনো ডাক্তার সালিক হামলা অভিযানের জন্য ২০১৬ সালের মে’তে অন্য সন্দেহভাজনদের কাছে ৪শ’ ২৩ ডলার পাঠিয়েছে। ওই ষড়যন্ত্রে হামলার লক্ষ্যস্থল হিসেবে নিউইয়র্কের পাতাল রেল, টাইমস স্কয়ার, কিছু কনসার্ট স্থানসহ কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছিল। এফবিআইয়ের এক গোয়েন্দা ছদ্মবেশে ওই ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। মার্কিন কর্তৃপক্ষ শুক্রবার এ কথা বলেছে। এ গোয়েন্দা আইএসের একজন সমর্থক সেজে সালিক ও তার দুই সহযোগী কানাডীয় নাগরিক আবদুল রহমান আল-বাহনাসাবি ও আমেরিকান নাগরিক পাকিস্তানে অবস্থানরত তালহা হারুনের সঙ্গে যোগাযোগ করেন। আবদুল রহমান বোমা তৈরির বেশকিছু উপাদান ক্রয় করেছে। ষড়যন্ত্রে জড়িত অন্যদের কাছে পাঠানো সালিকের উদ্ধৃতি দিয়ে গোয়েন্দা কর্মকর্তা তার স্বাক্ষরিত অভিযোগে বলেন, সালিক বলেছে, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর তুলনায় ফিলিপিন্সে সন্ত্রাস আইন কঠোর নয়। -এএফপি
×