ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট এড়াতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের কঠোর নিন্দা টিআইবির

প্রকাশিত: ০৭:৫৯, ৯ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট এড়াতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের কঠোর নিন্দা টিআইবির

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা বিরোধী অভিযান শুরু করতে পারে- এমন সতর্কতা পেয়েও এই সঙ্কট এড়াতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের কঠোর নিন্দা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী ‘কঠোর ও নির্বিচার’ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে চলতি বছরের মে মাসে জাতিসংঘের একটি কমিশনের প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়। এ আভাসই পরে আগস্ট-সেপ্টেম্বরে সত্য প্রমাণিত হয়। এই পূর্বাভাস পেয়েও জাতিসংঘ তা অবজ্ঞা করেছে, একই সঙ্গে ধামাচাপা দিয়েছে। তাদের এই ভূমিকায় টিআইবি চরমভাবে হতাশ। ওই কমিশনের সুস্পষ্ট সুপারিশ পেয়েও তা ইচ্ছেকৃতভাবে আড়াল করাকে বিশ্ব সংস্থাটির ‘অগ্রহণযোগ্য অপরাধ’। তাই জাতিসংঘের ভূমিকার কারণেই মানবাধিকারের চরম লঙ্ঘন ঠেকানো যায়নি। তিনি জাতিসংঘের কাছে এই নিষ্ক্রিয়তার ব্যাখ্যা দাবি করেন।
×