ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কুপিয়ে যুবক হত্যা, আড়াইহাজারে আরেক যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫০, ৯ অক্টোবর ২০১৭

গাজীপুরে কুপিয়ে যুবক হত্যা, আড়াইহাজারে আরেক যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও নারায়ণগঞ্জ ॥ গাজীপুরে ডিস ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আমীর হামজা (২৭)। সে বগুড়া জেলা সদরের নাডুলী পশ্চিমপাড়া এলাকার আঃ খালেকের ছেলে। রবিবার রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বোন শান্তা ইসলাম সাথী জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় রনি সরকারের সঙ্গে ডিসের ব্যবসা করত আমীর হামজা। ডিস ব্যবসাকে কেন্দ্র করে শনিবার রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামজাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহতবাস্থায় সার্ডি গেটের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাতে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার ভাই আমীর হামজা মারা যায়। তিনি অভিযোগ করেন, রাত তিনটার দিকে তার ভাই হাসপাতালে মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জয়দেবপুর থানাকে অবহিত করে। পরবর্তীতে রবিবার তিনবার থানায় তারা নিজেরা লোক পাঠিয়ে খবর দিলেও পুলিশ মর্গে আসেনি। মৃত্যুর প্রায় ১৬ ঘণ্টা পর রবিবার রাত সাতটার দিকে পুলিশ লাশের সুরতহাল করতে হাসপাতালের মর্গে আসে। নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদীর একটি খাল থেকে হোসেন আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হোসেন আলী গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের মৃত জমির আলীর ছেলে। রবিবার সন্ধ্যায় আড়াইহাজার থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, হোসেন আলী শুক্রবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাননি। রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা রামচন্দ্রদীর খালে একটি লাশ পড়ে থাকতে দেখেন। এ খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে গিয়ে লাশটি হোসেন আলীর বলে শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
×