ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় ঢাকার পাশে আছে দিল্লী ॥ রাম মাধব

প্রকাশিত: ০৭:৪৬, ৯ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় ঢাকার পাশে আছে দিল্লী ॥ রাম মাধব

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, রোহিঙ্গা সঙ্কটের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে রয়েছে ভারত। এছাড়া প্রতিবেশী একটি দেশ থেকে রফতানি করা সন্ত্রাস ও জঙ্গীবাদ একযোগে মোকাবেলা করছে বাংলাদেশ ও ভারত। রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশন আয়োজিত এশিয়া সংলগ্ন নদী উৎসব (নদী-দুই) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুই দিনব্যাপী নদী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অসমের পানি সম্পদ মন্ত্রী কেশব মেহন্ত, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, বিমসটেক মহাসচিব শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির নেতা রাম মাধব বলেন, মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট নিয়ে যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তার মোকাবেলা করছে বাংলাদেশ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে রয়েছে ভারত। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত হয়েছে। সে কারণে মিয়ানমার থেকে অনেক লোক বাংলাদেশে আসছে। তিনি আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করছে। তবে প্রতিবেশী একটি দেশ সন্ত্রাস ও জঙ্গীবাদ রফতানি করছে। এটা পুরো বিশ্বই জানে। আর সেই সন্ত্রাস ও জঙ্গীবাদ বাংলাদেশ ও ভারতকে মোকাবেলা করতে হচ্ছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×