ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:১২, ৯ অক্টোবর ২০১৭

 হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণির পড়াশোনা

দ্বিতীয় অধ্যায় (দ্বিতীয় পরিচ্ছেদ) প্রস্তুতি-৮ ১১। কে সমাজের সকলধর্ম ও বর্ণের মানুষকে এক হরিনামে মেতে থাকার আহ্বান জানান? (ক) হরিচাঁদ ঠাকুর (খ) শ্রীরামচন্দ্র (গ) শ্রীকৃষ্ণ (ঘ) শ্রীচৈতন্য ১২। ভগবান হিসেবে পূজিত কে? (ক) শ্রীকৃষ্ণ (খ) শ্রীচৈতন্য (গ) যুধিষ্ঠি (ঘ) ভীম। ১৩। হরিচাঁদ ঠাকুরের হরিনাম জগতে যা প্রতিষ্ঠা করতে সমর্থ হয়- (র) কল্যাণ (রর) সমৃদ্ধি (ররর) শান্তি। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। মহাপুরুষদের আদর্শ থেকে সমাজে যা প্রতিষ্ঠিত হয়- (র) ব্রাক্ষ্ম সমাজ (রর) একেশ্বরবাদ (ররর) অযাচক আশ্রম। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। কে মহানাম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন? (ক) সদানন্দ ব্রক্ষ্মচারী (খ) শিবাজী (গ) মহেন্দ্রজী (ঘ) গৌতম। ১৬। মোক্ষলাভের সহায়ক ধর্ম চিন্তায় ভোগবাদের স্থলে কিসের আবির্ভাব ঘটে? (ক) কর্মবাদ (খ) দর্শনবাদ (গ) মৌলবাদ (ঘ) সন্ন্যাসবাদ। নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও ঃ”বিবাদ নয়,সহায়তা, বিনাশ নয়,পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি।” ১৭। উপরোক্ত উক্তিটি কোন ব্যক্তির বিখ্যাত? (ক) শ্রীরামকৃষ্ণ (খ) স্বামী বিবেকানন্দ (গ) মহেন্দ্রজী (ঘ) রাজা রামমোহন রায়। ১৮। উক্ত মহাপুরুষের আদর্শ প্রতিষ্ঠিত হবেÑ (র) সকল জীবকে ভালোবাসলে (রর) ঈশ্বর জ্ঞানে জীবসেবা করলে (ররর) সেবা ও নিষ্ঠা করলে নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৯। ভক্তিবাদে সমৃদ্ধ কোনটি ? (ক) গীতা (খ) সাধক (গ) বিষ্ণু পুরাণ (ঘ) বেদ। ২০। ”যুক্তিহীন বিচারণে ধর্মহানিঃপ্রজায়তে”-অর্থ কোনটি? (ক) যুক্তিহীন বিচারে ধর্মহানিতে প্রজারা কষ্ট পায় (খ) প্রজাদের কষ্ট দেওয়া যৌক্তিক ধর্মের পরিপন্থি (গ) যুক্তিহীন বিচারে ধর্মের হানি ঘটে (ঘ) ধর্মহানি না ঘটলে প্রজারা খুশি হয় । উত্তর ঃ ১১(ক), ১২(ক), ১৩(ঘ), ১৪(ক), ১৫(গ), ১৬(ঘ), ১৭(খ), ১৮(খ), ১৯(ক), ২০(গ)।
×