ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেনিনসুলার ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৫:৪৭, ৯ অক্টোবর ২০১৭

পেনিনসুলার ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের পেনিনসুলা চিটাগাং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদর জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর, সকাল ১০টায়, চট্টগ্রাম ক্লাব, এসএস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছ ৬ নবেম্বর। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩০.৬৮ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার নতুন মেশিন আমদানি করবে ফার্মা এইড ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইড পরিচালনা পর্ষদ এক সেট নতুন মেশিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি নিউট্রাল গ্লাস এ্যাম্পুল উৎপাদন করার জন্য ইউরোপ থেকে মেশিন আমদানি করবে। মেশিন আমদানি করতে কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় হবে। উল্লেখ্য, ফার্মা এইডস ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×