ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭৫ শতাংশ ফান্ডের দর অভিহিত মূল্যের নিচে

প্রকাশিত: ০৫:৪৬, ৯ অক্টোবর ২০১৭

৭৫ শতাংশ ফান্ডের দর অভিহিত মূল্যের নিচে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭টির বা ৭৫ শতাংশ ইউনিট দর অভিহিত মূল্যের বা ফেস ভ্যালুর নিচে রয়েছে। উর্ধমুখী বাজারেও বিনিয়োগকারীরা এসব শেয়ারে বিনিয়োগ করছে না। ফান্ডের এমন অবস্থা দেখে হতাশ শেয়ারবাজার সংশ্লিষ্টরা। বাজার সংশ্লিষ্টদের দাবি, বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ভাল অবস্থানে দেখা যায়। কিন্তু আমাদের দেশে উল্টো অবস্থা। শেয়ারবাজারের স্বার্থেই এ অবস্থার পরিবর্তন দরকার। এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী। তারা বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ ফান্ডের পিই রেশিং ১৫ পয়েন্টর নিচে অবস্থান করছে। ১৫ পয়েন্টের নিচে থাকা মানে এসব ফান্ডে বিনিয়োগ কিছুটা নিরাপদ। এক কথায় বিনিয়োগ ঝুঁকির মাত্রা কম। তারপরও এসব ফান্ডের প্রতি বিনিয়োগকারীরা বিনিয়োগে করছে না বলে জানান তারা। জানা যায়, মিউচুয়াল ফান্ড ইউনিটের দর না বাড়ার কারণ, বিনিয়োগকারীদের আস্থার অভাব। আস্থা না থাকার কারণে এ ধরনের ফান্ডগুলো লভ্যাংশ কম দেয়। এসব ফান্ডগুলোর মুনাফার আকারও সীমিতর ঘরে থাকে। এসব ইউনিট দর সীমিত হারে বাড়ে-কমে। এ ধরনের বাড়া-কমা বিনিয়োগকারীদের মোটেও পচ্ছন্দ নয়। এক কথায় বিনিয়োগ করে লাভ যা আসে তাতে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারে না। দেশের বিনিয়োগকারীরা তড়িৎ গতির বাড়া-কমা পছন্দ করে। অতিরিক্ত মুনাফার আশায় প্রয়োজনে তারা ঝুঁকি নিতেও পিছপা হয় না। ফলে এসব ফান্ডে ইউনিট ক্রয়-বিক্রয়ে বিনিয়োগকারীরা সবসময় এড়িয়ে চলেন। এক কথায় অন্য খাতের কোম্পানি খেকে এই ফান্ডের দর কম ওঠা-নামা করে। ফলে বিনিয়োগকারীরা এই খাতে বিনিয়োগ আগ্রহ দেখায় না। ডিএসইর সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ অক্টোবর লেনদেন শেষে ইউনিটগুলোর দর ছিল- ফার্স্ট জনতা ব্যাংকের দর ৬.৯ টাকা, ফার্স্ট প্রাইম ব্যাংকের দর ১৫.৫ টাকা, এবিবি ফার্স্টের দর ৬.৭ টাকা, এআইবিএল প্রথম ইসলামিকের দর ৮ টাকা, এটিসিএসএলজিএফ দর ১১.৬, সিএপিএমবিডিবিএল ৮.৫ টাকা, ডিবিএইচ ফার্স্ট দর ৯ টাকা, ইবিএল ফার্স্ট দর ৮.৮ টাকা, ইবিএল এনআরবি দর ৬.৮ টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট দর ৭.৩ টাকা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম দর ৬.৫ টাকা, গ্রামীণএস২ দর ১৪.৯ টাকা, গ্রিন ডেল্টা দর ৯.১ টাকা, আইসিবি২এনআরবি দর ১০.১৭ টাকা, আইসিবিথার্ডএনআরবি দর ৭.৩ টাকা, আইসিবি এএমসিএল দ্বিতীয় দর ৯.৪ টাকা, আইসিবিইপি ফাস্ট দর ৭.৬ টাকা, আইসিবি সোনালি ওয়ান দর ৮.৫ টাকা, আইএফআইসি ফার্স্ট দর ৮.২ টাকা, আইএফআইএল ইসলামিক ওয়ান দর ৮.২ টাকা, এলআর গ্লোবাল ওয়ান দর ৮.৩ টাকা, এমবিএল ফার্স্ট দর ৮.৮ টাকা, এনসিসি ব্যাংক ওয়ান দর ৯.১ টাকা, এনএলআইফার্স্ট দর ১৪.৯ টাকা, পিএফ ফাস্ট দর ৭.৪ টাকা, পিএইচপি দর ৭ টাকা, পপুলার লাইফ ফার্স্ট দর ৬.৬, প্রাইম ফার্স্ট আইসিবিএ দর ৭.৮ টাকা, রিয়ারেন্স ওয়ান দর ১১ টাকা, এসইবিএল ফার্স্ট দর ১৩.৯ টাকা, এসইএমএলআইবিবিএলএসএফ দর ৯ টাকা, এসইএমএলএলইসি দর ৯.৩ টাকা, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট দর ৬.৯ টাকা।
×