ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার উন্নয়নে সবাই একযোগে কাজ করছে ॥ বিএসইসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৪৬, ৯ অক্টোবর ২০১৭

পুঁজিবাজার উন্নয়নে সবাই একযোগে কাজ করছে ॥ বিএসইসি চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেছেন, বাজারকে গতিশীল করার জন্য অনেক আইনের বাস্তবায়নে বর্তমান কমিশন কাজ করেছে। এর ফলেই প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজারের ওপর উঠেছে। এই ছয় বছরে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করেছেন, এটাই আমাদের সফলতা। মার্কেটে যারা কাজ করছেন তাদের যে বাজারের প্রতি আন্তরিকতা দেখছি এতে বলতে পারি যে, আমি সরে গেলেও এই বাজার অনেকদূর যাবে। তিনি আরও বলেন, ৬-৭ মাস পর আমি বিদায় নেব। কিন্তু যে সহযোগিতা বাজার সংশ্লিষ্ট প্রত্যেকের কাছ থেকে পেয়েছি তাতে আমি ধন্য হলাম। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ দেশব্যাপী উৎসবের মধ্যেই উদযাপিত হয়েছে। বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় বিএসইসির সকল কমিশনার, উর্ধতন কর্মকর্তা, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা, বিআইসিএম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন (ডিবিএ), সিএফএ সোসাইটির সভাপতিসহ অন্যান্য প্রতিনিধি এবং বাজারসংশ্লিষ্ট বিভিন্ন সিকিউরিটিজ হাউজ, মার্চেন্ট ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, আগামী বছর বিএসইসির ২৫ বছর পূর্তি হবে। এ উপলক্ষে আন্তর্জাতিকভাবে সেমিনারের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেমিনারে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
×