ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৪৪, ৯ অক্টোবর ২০১৭

মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ অক্টোবর ॥ জেলার রাণীশংকৈল উপজেলায় তিন বছরের কন্যাশিশুকে বিষ খাওয়ানোর পর মা কহিনূর বেগম কণিকা (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে উপজেলার বাচোর ইউনিয়ন সহদোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কহিনূর বেগম কণিকা মানিকের স্ত্রী। এলাকাবাসী জানায়, শনিবার রাতে কহিনূর বেগমের সঙ্গে স্বামী মানিকের ঝগড়া হয়। এ নিয়ে মানিক তার স্ত্রীকে মারপিট করে। এরই জের ধরে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কহিনূর তার তিন বছরের কন্যাশিশু মাহিকে বিষ খাওয়ান। এরপর কহিনূর শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শিশু মাহিকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ক্লিনিকে রোগীর মৃত্যু ॥ সাংবাদিক লাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৮ অক্টোম্বর ॥ মাতৃমঙ্গল ক্লিনিকে শনিবার রাতে ডাক্তারের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম হাজের আলী মোড়ল (৬০)। তবে ক্লিনিক কর্তৃপক্ষ চিকিৎসায় ত্রুটির কথা অস্বীকার করেছে। এ ঘটনার সংবাদ সংগ্রহে যেয়ে এক সাংবাদিক লাঞ্ছিত হয়ে রবিবার কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
×