ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বান্ধবীদের চেষ্টায় ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০৫:৪৩, ৯ অক্টোবর ২০১৭

বান্ধবীদের চেষ্টায় ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ অষ্টম শ্রেণীর ছাত্রী ইতি আক্তারের ইচ্ছের বিরুদ্ধে অভিভাবকরা বাল্যবিয়ে আর দিতে পারেনি। ইতির বান্ধবীদের নিকট হতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই বাল্যবিয়ে রুখে দিয়েছেন ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। শনিবার রাত দুটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে। মেয়েটি ওই গ্রামের অবিরুল হকের। সে নাউতরা ব্রিজেরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। খবর পেয়ে মাঝপথে এসে বরযাত্রী ফিরে যায়। ইউএনও জানান, ইতিরানী তার বাল্যবিয়ের প্রতিবাদ করেও বন্ধ করতে পারছিল না। এমন সময় তার বান্ধবীরা আমাকে মোবাইল করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। ইতির বাবা ও মা তাদের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বাল্যবিয়ে দেয়ার অপচেষ্টার জন্য ক্ষমা চেয়ে মুচলেকা দিলে মেয়ের বিয়ে বন্ধ করে দেয়। তারা এ জন্য একটি মুচলেকা দেয়। ইউএনও বলেন, শুধু আইন দিয়ে নয় সচেতনতা ও অভিভাবকদের বুঝিয়ে উপজেলাজুড়ে বাল্যবিয়ে প্রতিরোধের অভিযান পরিচালনা করা হবে। এতে এলাকায় বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা সম্ভব হবে।
×