ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিচার না পেয়ে ধর্ষিত যুবতীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৫:৪৩, ৯ অক্টোবর ২০১৭

বিচার না পেয়ে ধর্ষিত যুবতীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৮ অক্টোবর ॥ রায়পুরে বিচার না পেয়ে যুবতী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। শনিবার উপজেলার মোহনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষক একই গ্রামের আটিয়াবাড়ির মৃত লকিয়ত উল্যার ছেলে রহমান (৩০)। ওই যুবতী রায়পুর সরকারী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। অভিযোগে জানা যায়, গত ২ জুন ঘরে একা পেয়ে ওই যুবতীর খালাত ভাই রহমান ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে । পরে অসুস্থ হলে বিষয়টি জানাজানি হয়। তাকে এলাকার গ্রাম্য ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। বিষয়টি ধর্ষিতার মা, ধর্ষকের মা ও ভগ্নিপতিকে জানালে তারা বিবাহের মাধ্যমে মীমাংসা করে দেবে বলে আশ্বস্ত করেন। এক পর্য়ায়ে তারা ধর্ষিতাকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেয়ার প্রস্তাব দেয়। এতে ধর্ষিতা হতাশ হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে। ইউএনও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রায়পুর থানার ওসিকে দেন। ওসি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য চরমোহনা ইউনিয়ন চেয়ারম্যানকে দায়িত্ব দেন। চেয়ারম্যান দুই পক্ষকে মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে বৈঠক করেন। বৈঠকে ধর্ষক দোষ স্বীকার করলে চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ দুজনের বিয়ের সিদ্ধান্ত দেন। কিন্তু বিয়ের তারিখের আগেই ধর্ষক পালিয়ে যায়। এর জের ধরে গত ৬ অক্টোবর ধর্ষকের মা ও ভগ্নিপতি ধর্ষিতার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও কুপিয়ে মেরে ফেলার দেয়ার হুমকি দিয়ে আসে। এঘটনার পরই ধর্ষিতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ব্যাপারে চেয়ারম্যান শফিক পাঠান বলেন, ঘটনার সত্যতা পেয়ে আমি বিয়ের সিদ্ধান্ত দেই, কিন্তু ছেলে পালিয়ে যাওয়ায় কার্যকর করতে পারিনি। ডিমলায় অগ্নিকান্ড স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের সোনামনির ডাঙ্গা বাজারে ১৯ দোকানের অর্ধ কোটি টাকার মালমাল ভস্মীভূত হয়েছে। রবিবার ভোরে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ভোরের দিকে বাজারের নাইমুদ্দিনের পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ১৯ দোকানের প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
×