ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে স্যান্ডেলে চিহ্নিত দুই হত্যাকারী

প্রকাশিত: ০৫:৪২, ৯ অক্টোবর ২০১৭

নীলফামারীতে স্যান্ডেলে চিহ্নিত দুই হত্যাকারী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মরদেহের কাছে পড়ে থাকা স্যান্ডেল নীলফামারীর উত্তরা ইপিজেডের নারী শ্রমিক মিনু আরা (২২) হত্যাকা-ের আসামি চিহ্নিত করিয়ে দিয়েছে। অধরা এই হত্যাকা-টির মরদেহ উদ্ধারের ছয়দিনের মাথায় দুই হত্যাকারীকে রবিবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে। হত্যাকারী দুইজন হলো জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের শাবুল ইসলামের ছেলে সোহান ইসলাম ওরফে স্বাধীন ও একই ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি। হত্যার শিকার মিনু আরা একই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মমিনুর রহমানের মেয়ে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন পুলিশের কাছে মিনু আরাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। সেই সঙ্গে গ্রেফতারকৃত সোহান ইসলাম ওরফে স্বাধীন লুকিয়ে রাখা তার অপর স্যান্ডেলটি পুলিশের কাছে স্বেচ্ছায় তুলে দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায় মিনু আরার প্রায় তিন বছর আগে একই গ্রামের গফ্ফার আলীর ছেলে সফিউল ইসলামের সঙ্গে বিয়ে হয়েছিল। দুই বছর সংসার জীবনে স্বামীর শারীরিক সমস্যার কারণে বিয়ে বিচ্ছিদ ঘটে। সোনারগাঁয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের পিরোজপুরের আষাঢ়িয়ার চরের মারিখালী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ইমরান হোসেন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। ইমরান সোনারগাঁয়ের মেঘনা গ্রুপে কর্মরত ছিল। জানা গেছে, রবিবার সকালে সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা গ্রুপে কর্মরত ৫ শ্রমিক পিরোজপুরের আষাঢ়িয়ার চরের মারিখালী নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় ৫ জনের মধ্যে তিনজন পাড়ে উঠতে সক্ষম হয়। দুপুরে ডুবুরি দল ইমরান হোসেনের মরদেহ উদ্ধার করে।
×