ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাতিল বাইচ ॥ কচ্ছপের মাংস বিক্রি

প্রকাশিত: ০৫:৪০, ৯ অক্টোবর ২০১৭

পাতিল বাইচ ॥ কচ্ছপের মাংস বিক্রি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ অক্টোবর ॥ শরতের পড়ন্ত বিকেল। চারদিকে হাজার হাজার নারী-পুরুষ আর শিশু-বৃদ্ধার মিলনমেলা। সারি সারি পাতিল। দেখে মনে হবে যেন কোন আয়োজন হচ্ছে। আসলে কোন খাবার-দাবারের আয়োজন নয়। আয়োজন করা হয়েছে অভিনব পাতিল বাইচের। ব্যতিক্রমী পাতিল বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে জড়ো হয়েছেন অনেকে। শুধু তাই নয়, পাতিল বাইচে পুরস্কার হিসেবেও দেয়া হয় পাতিল। উপজেলার দেলপাড়া গ্রামের কয়েক তরুণের উদ্যোগে আয়োজন করা হয় মনোমুগদ্ধকর এ খেলা। জানা গেছে, রবিবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের দেলপাড়া গ্রামের কয়েক তরুণের উদ্যোগে দেলপাড়া বিলে অভিনব পাতিল বাইচের আয়োজন করা হয়। কচ্ছপের মাংস বিক্রি সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ৮ অক্টোবর ॥ জেলার পানছড়িতে রবিবার হাটবারে সকল সম্প্রদায়ের মিলনমেলায় কিছু অসাধু ব্যবসায়ী খোলা বাজারে বিক্রি করছে কচ্ছপের মাংস। যার প্রতি কেজি ছয় শত টাকা। বিশেষ কওে পেটে ডিমসহ মা কচ্ছপ নিধনের ফলে এ প্রাণীটি বিলুপ্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ফলে বাঁশের বংশ নিধনের পাশাপাশি বিলুপ্ত হতে চলেছে কচ্ছপের বংশ। যা ভবিষ্যতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সচেতনতার অভাবে এসব হচ্ছে বলে জানালেন পানছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। তিনি জানান, বিভিন্ন সভা-সেমিনারে কচ্ছপের মাংস বিক্রি বা নিধনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।
×