ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ

মিজানুরের শতকে বড় সংগ্রহ রাজশাহীর

প্রকাশিত: ০৫:৩২, ৯ অক্টোবর ২০১৭

মিজানুরের শতকে বড় সংগ্রহ রাজশাহীর

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের চারটি ম্যাচই ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে। বৃষ্টির বিঘœতায় প্রতিটি ম্যাচে বেশ কিছু ওভার খেলা না হওয়াতেই এই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচগুলো। দ্বিতীয় স্তরে মিজানুর রহমানের ১৬৯ বলে ২৪ চার ও ১ ছক্কায় ১৪৩ রান এবং জুনায়েদ সিদ্দিকীর ১২৮ বলে ১০ চারে অপরাজিত ৮২ রানে তৃতীয়দিন শেষে রাজশাহী ৩ উইকেটে ২৭৯ রান তুলেছে প্রথম ইনিংসে। এর আগে সিলেট বিভাগ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২২১ রানে। আবুল হাসান সর্বোচ্চ ৬০ রান করেন ৮ নম্বরে নেমে। দেলোয়ার হোসেন ৪টি ও ফরহাদ রেজা ৩টি উইকেট নেন। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে আগেরদিনের ১ উইকেটে ৪১ রান নিয়ে খেলতে নেমে ঢাকা মেট্রোপলিসের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ৮ উইকেটে তুলেছে ২১৬ রান। ৭ নম্বরে নেমে সাজ্জাদুল হক ১১৩ বলে ১১ চারে সর্বোচ্চ ৫৯ রান করেন। এ দুটি ম্যাচেরই প্রথম ইনিংস চলছে, তাই নিশ্চিতভাবেই ড্রয়ের পথে রয়েছে ম্যাচ দুটি। মেট্রোর হয়ে ব্যাট হাতে ৬৬ রানের দারুণ ইনিংস খেলার পর মোহাম্মদ আশরাফুল বল হাতেও নিয়েছেন ৩ উইকেট। প্রথম স্তরে ঢাকা-বরিশাল বিভাগের লড়াইয়ে ফলাফলের ক্ষীণ সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত। তবে সেজন্য বেশ নাটকীয়তার প্রয়োজন। দ্বিতীয় ইনিংসে তৃতীয়দিন শেষে ঢাকা তুলেছে ৩ উইকেটে ১১০ রান। তারা ৬১ রানে এগিয়ে গেছে। এর আগে বরিশালের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯৯ রানে। নুরুজ্জামান ৬৮ রানে ফিরে গেলেও শামসুল আলম ১০৮ বলে ৬ চারে ৫৬ রান করে অপরাজিত থাকেন। ৪ উইকেট নেন শুভাগত হোম। এই স্তরের অপর ম্যাচেও শেষদিনের উত্তেজনা টিকে আছে। জাহিদ জাভেদের ২১৭ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১৫ এবং ধীমান ঘোষের ৬৮ বলে ১২ চারে ঝড়োগতির ৬৯ রানে রংপুর প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩১৭ রানে। জিয়াউর ৩, রাজ্জাক ও মেহেদি ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২২ রান তুলেছে খুলনা।
×