ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সর্বসাধারণের শ্রদ্ধা-ভালবাসায় বিদায় অমলেশ সেনের

প্রকাশিত: ০৫:৩১, ৯ অক্টোবর ২০১৭

সর্বসাধারণের শ্রদ্ধা-ভালবাসায় বিদায় অমলেশ সেনের

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ঢাকা আবাহনী লিমিটেডের সহকারী কোচ অমলেশ সেনকে শ্রদ্ধা জানিয়েছে সব শ্রেণী পেশার মানুষ। শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে মারা যান ফুটবল পাগল এ মানুষটি। রবিবার আবাহনী ক্লাব মাঠে অমলেশ সেনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সঙ্গে সংশ্লিষ্টরা ও সর্বসাধারণ। খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ ৪৫ বছর আবাহনীতে কাটিয়ে ক্লাবটির ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন অমলেশ সেন। সেই ঘর থেকে শেষবারের মতো বিদায় নিয়েছেন তিনি। গতকাল সকাল ১০টার দিকে তার মরদেহ নেয়া হয় আবাহনী ক্লাবে। প্রায় দেড়ঘণ্টা ধানমন্ডির ক্লাবটিতে সাবেক-বর্তমান ফুটবলার ও সংগঠকরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় দলের সাবেক এ মিডফিল্ডারকে। অমলেশ সেনের মরদেহ ঢেকে দেয়া হয় আবাহনীর পতাকা দিয়ে। খোলা হয়েছে শোক বই, অর্ধনমিত রাখা হয়েছে ক্লাবের পতাকা। ঘোষণা করা হয়েছে ৩ দিনের শোক। গতকালই সবুজবাগের শ্মশানঘাটে অমলেশ সেনের শেষ কৃত্যানুষ্ঠান হওয়ার কথা। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী (সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) ওবায়দুল কাদের, বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, বর্তমান যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ আরও অনেকে।
×