ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ হকি প্রস্তুতি ম্যাচে মিলন হোসেন ও আশরাফুল ইসলামের গোল, পুরো ম্যাচে ছন্দময় খেলা উপহার জিমিবাহিনীর, মূল আসরে ভাল খেলার প্রত্যয়, চোট পেয়েছেন ইমরান হাসান পিন্টু, বাংলাদেশ;###; ২-১ জাপান

জাপানকে হারিয়ে শক্তি জানিয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৯, ৯ অক্টোবর ২০১৭

জাপানকে হারিয়ে শক্তি জানিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ সবার মুখে একই কথা। ৩২ বছর আগের স্মৃতি ও সাফল্য ফিরিয়ে আনা। এ লক্ষ্যে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। এশিয়া কাপ হকির প্রস্তুতি ম্যাচে রবিবার জাপানকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দেশ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোল করেন মিলন হোসেন ও আশরাফুল ইসলাম। পুরো ম্যাচে অসাধারণ কিছু সেভ করে দলকে রক্ষা করেছেন বাংলাদেশ গোলরক্ষক অসীম গোপ। ম্যাচ হয়েছে ২০ মিনিট করে মোট ৪০ মিনিট। পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছে রাসেল মাহমুদ জিমির দল। দারুণ এই জয়ের পর মূল আসরেও ভাল করার মন্ত্র পেয়ে গেছে স্বাগতিকরা। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। দারুণ জয় পেলেও ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন বাংলাদেশের ইমরান হাসান পিন্টু। ম্যাচটি দেখেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। আসর শুরু হতে আর মাত্র দু’দিন বাকি থাকলেও এখনও শেষ হয়নি সংস্কার কাজ। ঠিক হয়নি খেলোয়াড়দের বসার জন্য স্ট্যান্ড। প্রেসবক্সের অবস্থাও নাজুক। এ কারণে গতকাল সাংবাদিকদের মাঠে দাঁড়িয়েই ম্যাচ দেখতে হয়েছে। বিশ্ব হকির বর্তমানে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩৪। সেখানে জাপানের অবস্থান ১৭। এ কারণে সবার ধারণা ছিল জাপানীদের সঙ্গে পেরে উঠবে না স্বাগতিকরা। কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর পর সব চিত্র পাল্টে যায়। শুরুর পাঁচ মিনিট অবশ্য জাপানীরা চড়াও হয়ে খেলতে থাকে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কোচ মাহবুব হারুনের দল। ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম ভাল সুযোগ সৃষ্টি করে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে সহঅধিনায়ক পুস্কর ক্ষিসা মিমো বল নিয়ে দ্রুতগতিতে ঢুকে পড়েন জাপানের সীমানায়। এরপর তিনি বল দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা হাসান যুবায়ের নিলয়কে। কিন্তু হিট করতে দেরি করায় গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ম্যাচের সপ্তম মিনিটে দারুণ সংঘবদ্ধ আক্রমণ থেকে ফিল্ড গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ডানদিক দিয়ে দ্রুতগতিতে আক্রমণে ওঠেন রেজাউল বাবু। এরপর তিনি বল বাড়িয়ে দেন আগুয়ান মিলন হোসেনকে। জোরালো হিটে জাপানের পোস্টে বল পাঠান তিনি (১-০)। এগিয়ে যাওয়ার পর আরও উজ্জীবিত হয় জিমিরা। যে কারণে বারবার আক্রমণে শানাতে থাকে তারা। ১৩ মিনিটে যার ফলও পেতে যাচ্ছিল। বাঁপ্রান্ত দিয়ে আবু নিপন জাপানের বক্সে ঢুকে পড়েন। কিন্তু সঙ্গীর অভাবে তিনি বল ঠিকমতো দিতে পারেননি। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতির পর ম্যাচে ফিরতে আক্রমণাত্মক খেলতে থাকে জাপান। ২৭ মিনিটে ভাল একটি সুযোগও এসেছিল মানাবু, কেঞ্জি, কেন্টাদের। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি এইকম্যান সেইগফ্রেডের দল। ৩২ মিনিটে দুঃসংবাদ আসে বাংলাদেশ শিবিরে। জাপানের একটি পেনাল্টি কর্নার প্রতিহত করতে যেয়ে হাঁটুতে আঘাত পান ইমরান হাসান পিন্টু। মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। ৩৫ মিনিটে পিসি থেকে গোলের সুযোগ নষ্ট করেন বাংলাদেশের আশরাফুল ইসলাম। শেষ পাঁচ মিনিটে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে অতিথি জাপান। এই সুযোগে পাল্টা আক্রমণে দ্বিতীয় গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে লাল-সবুজের দেশ। ম্যাচের বয়স তখন ৩৮ মিনিট। পেনাল্টি কর্নার থেকে চোঁখ ধাঁধানো গোল করেন আশরাফুল ইসলাম (২-০)। ম্যাচের ইনজুরি সময়ে সান্ত¡নার এক গোল পরিশোধ করে জাপান (১-২)।
×