ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল সাইফ

প্রকাশিত: ০৫:২৮, ৯ অক্টোবর ২০১৭

বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত খেলেও বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয়বঞ্চিত থেকেছে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। ম্যাচে একাধিক সহজ গোলের সুযোগ হাতছাড়া ছাড়াও সাইফের একটি প্রচেষ্টা বারপোস্টে লেগে প্রতিহত হয়। এ নিয়ে টানা চার ম্যাচ ড্র করলো সাইফ। ম্যাচে রেফারির বেশকিছু সিদ্ধান্তে সন্তুষ্টি হতে পারেননি সাইফের কর্তারা। খেলার শেষদিকে তাই রেফারিকে উদ্দেশ করে কিছু বলেন সাইফের টিম ম্যানেজার ওবায়দুর রহমান ও হেড কোচ রায়ান নর্থমোর। এ কারণে রেফারি জালালউদ্দিন এ দু’জনকে ডাগআউট থেকে বহিষ্কার করেন। ম্যাচশেষে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাইফের অফিসিয়াল ও সমর্থকরা। এ সময় রেফারিকে গালি দিয়ে হলুদ কার্ড দেখেন সাইফের অধিনায়ক জামাল ভুঁইয়া। এই ড্রয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারিয়েছে সাইফ। তবে শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে বন্দরনগরীর দল। বর্তমানে ১০টি করে ম্যাচ শেষে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২৬। আর সাইফের ভা-ারে জমা ১৯ পয়েন্ট। ম্যাচে সাইফের যুবদল বড়দের উৎসাহ যোগাতে মাঠে আসেন। মাঝে মধ্যেই ভুভুজেলা বাঁশি বাজিয়ে নিজ দলের খেলোয়াড়দের তরতাজা করার চেষ্টা করেন। দারুণ নৈপুণ্যও দেখিয়েছেন হেমন্ত, জামালরা। কিন্তু ভাগ্যের ফেরে জয় পায়নি সাইফ। এদিকে সাবেক তারকা ফুটবলার অমলেশ সেনের আকস্মিক মৃত্যুতে রবিবার অনুষ্ঠিত হয়নি ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডির মধ্যকার ম্যাচ। এই ম্যাচটি আজ একই ভেন্যুতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। দলের সাবেক ফুটবলার ও সহকারী কোচের আকস্মিক মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে ঢাকা আবাহনী। এ কারণে শেখ জামালের বিরুদ্ধে তাদের ম্যাচটি পিছিয়ে দিতে অনুরোধ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বাফুফেও তাতে সম্মতি জানিয়ে ম্যাচ একদিন পিছিয়েছে। ম্যাচের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা উপভোগ্য হয়ে ওঠে। দু’দলই ৪-৩-৩ ফর্মেশনে ম্যাচ খেলা শুরু করে। প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনী আক্রমণে এগিয়ে থাকলেও সেগুলো গোছালো ছিল না। সাইফও বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও কাজে লাগাতে পারেনি। খেলা জমে ওঠে বিরতির পর। ৬২ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করে চট্টগ্রাম আবাহনী। সাইফের ডি বক্সে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন বন্দরনগরীর বিদেশী আফিজ ওলাওয়ালে ওলাডিপো। ৭৬ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ হারায় সাইফ। নিজেদের সীমানায় মনসুর আমিন ভুল ব্যাকপাস করেন। কিন্তু সেটা নিয়ন্ত্রণে নিয়ে নেন সাইফের মিডফিল্ডার জুয়েল রানা। এরপর তার নেয়া জোরালো শট আবাহনী গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ফিরিয়ে দেন।
×