ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একাধিক উৎসবে ‘ভুবন মাঝি’

প্রকাশিত: ০৫:২০, ৯ অক্টোবর ২০১৭

একাধিক উৎসবে ‘ভুবন মাঝি’

সংস্কৃতি ডেস্ক ॥ তরুণ নির্মাতা ফাখরুল আরেফিনের ‘ভুবনমাঝি’ চলচ্চিত্রটি ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকা ও ভারতের আরও দুই চলচ্চিত্র উৎসবে প্রদর্শেনর জন্য মনোনীত হয়েছে চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রের নির্মাতা। জানা গেছে ভারতের অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ‘ভুবনমাঝি’। এটি প্রদর্শিত হবে ৩ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার কেপটাউন ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধের তিনটি প্রজন্মকে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। চলচ্চিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা প্রমুখ।
×