ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’

প্রকাশিত: ০৫:১৯, ৯ অক্টোবর ২০১৭

কাল ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে একযোগে চলছে ‘গঙ্গা-যমুনা, নাট্য ও সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার মিলনায়তে মঞ্চস্থ হবে ম্যাড থেটারের দর্শক নন্দিত প্রযোজনা ‘নদ্দিউ নতিম’। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকের তিনটি চরিত্রে অভিনয় করেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত। যারা একই পরিবারের সদস্য। নাটকের সহযোগী নির্দেশক আনিসুল হক বরুন, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে সোহেল খান ও আরিফ। ‘নদ্দিউ নতিম’ নাটকের একের পর এক সফল প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটার দর্শকদের মন জয় করে চলেছে। নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তীব্র আগ্রহের জন্ম দিয়েছে। বাংলাদেশের মূলধারার নাটকে ‘নদ্দিউ নতিম’ই প্রথম নাটক যেখানে একজন শিশু একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে। দ্বিতীয়ত-বর্তমান সময়ে একজন মানুষ অন্য একজনকে হত্যার জন্য নিজেকে আত্মাহুতি দিচ্ছে। এই নাটকে দেখা যায় একজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বাঁচাতে একজন কবির নির্বিকার আত্মাহুতি। অর্থাৎ অন্যকে হত্যা করতে নয় বরং বাঁচাতেই আরেক মানুষের জীবন উৎসর্গ, যা এই সময়ের জন্য এক অনন্য আদর্শ হিসেবে পরিগণিত। তৃতীয়ত- এই নাটকে একটি কাল্পনিক পরিবারের কাহিনী মঞ্চস্থ হয় যা একটি বাস্তব পরিবারের সদস্যরা অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে ফুটিয়ে তোলে। এসব কারণে নাটকটি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটি ২৮তম প্রদর্শনী হয়েছে। দল সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ভারতের অসম রাজ্যের রাজধানী গোয়াটি থেকে ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’ নাটকের আরও দুইটি প্রদর্শনীর জন্য নতুন আমন্ত্রণ এসেছে। এর আগে একস্থানে নাটকটির একটি প্রদর্শনী করে প্রশংসা অর্জন করেছেন দলটি।
×