ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্ষত সারাবে স্মার্ট ব্যান্ডেজ...

প্রকাশিত: ০৫:০৯, ৯ অক্টোবর ২০১৭

ক্ষত সারাবে স্মার্ট ব্যান্ডেজ...

ত্বকের ক্ষত দ্রুত সারাতে স্মার্ট ব্যান্ডেজ বানিয়েছে ইউনিভার্সিটি অব নেবরাস্কা-লিংকন, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং এমআইটির প্রকৌশলীরা। এবার এটির পরীক্ষা চালাচ্ছেন তারা। সাধারণত কোথাও কেটে গেলে কয়েকবার তার ব্যান্ডেজ পরিবর্তন করা হয়। আর সঙ্গে হয়ত ক্ষত ভাল করার কিছুটা ক্রিম বা হাইড্রোজেল ব্যবহার করা হয়। নতুন ব্যান্ডেজটি এই কাজগুলোই করবে স্বয়ংক্রিয়ভাবে। -টেকক্রাঞ্চ সুন্দরতম দেশ! আন্তর্জাতিক ভ্রমণ পত্রিকা রাফ গাইড সম্প্রতি একটি ভোটের ব্যবস্থা করে। বিশ্বের সুন্দরতম দেশের একটি তালিকা তৈরি করে তারা। তাতে ২০টি দেশ, যেখানে পর্যটকরা সবচেয়ে বেশি যান, সেই দেশগুলোকে রাখা হয়। দেখা যায়, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম হয়েছে স্কটল্যান্ড। আবহাওয়া, সাইট সিন, রাস্তা, পর্যটন ব্যবস্থা, সভ্যতা, ঐতিহাসিক গুরুত্ব, বিলাসিতা সব কিছুকেই রাখা হয়েছিল বিচার্য বিষয়ে। পর্যটকদের মতে, স্কটল্যান্ডের সবকিছুই তাদের নিজস্ব। প্রাকৃতিকভাবেই এগুলো তৈরি। কোন কৃত্রিমতা নেই। -গার্ডিয়ান
×