ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শুধু একটি জিনিসেই কাজ হবে ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:০৮, ৯ অক্টোবর ২০১৭

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শুধু একটি জিনিসেই কাজ হবে ॥ ট্রাম্প

বছরের পর বছর পিয়ংইয়ংয়ের সঙ্গে কথা বলে কোন ফল আসেনি, তবে শুধু একটি জিনিসেই কাজ হবে, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ বছর ধরে প্রেসিডেন্ট ও তাদের প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলে যাচ্ছে কিন্তু এতে কাজ হয়নি। এক টুইটবার্তায় এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই একটা জিনিস বলতে আসলে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন তার কোন ব্যাখ্যা দেননি। বিবিসি। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড ঘিরে এ দুটি দেশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। পিয়ংইয়ং বলেছে, তারা সম্প্রতি একটি ছোট আকারের হাইড্রোজেন বোমা সফলভাবে পরীক্ষা করেছে এবং সেটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে যুক্ত করা সম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং ঐ অঞ্চলে তাদের মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিতে পারে। ওয়াশিংটন থেকে বিবিসির লরা বিকার বলেন, শনিবারের এই টুইটবার্তা প্রেসিডেন্টের পক্ষ থেকে আরেকটি রহস্যপূর্ণ ঘোষণা।
×