ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা সমাধানে ৪ দেশের সমঝোতা প্রয়োজন ॥ বি. চৌধুরী

প্রকাশিত: ০৫:০০, ৯ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সমস্যা সমাধানে ৪ দেশের সমঝোতা প্রয়োজন ॥ বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা সমস্যা সমাধানে চতুর্দেশীয় কূটনৈতিক সমঝোতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিকল্পধারা সভাপতি ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, মিয়ানমারের নিজস্ব কোন শক্তি নেই। চীন, ভারত ও রাশিয়ার শক্তিতেই তারা এই নৃশংস হত্যাযজ্ঞ চালাতে সক্ষম হয়েছে। তাই সমাধান করতে হলে এই শক্তিশালী দেশগুলোর সঙ্গে সমঝোতায় আসতে হবে। রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং আমাদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×