ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুহার মাঝে প্রাকৃতিক ঝাড়বাতি

প্রকাশিত: ০৪:৫২, ৯ অক্টোবর ২০১৭

গুহার মাঝে প্রাকৃতিক ঝাড়বাতি

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওয়াইটোমো শহরের ঠিক বাইরে অবস্থান ওয়াইটোমো গ্লো-ওয়ার্ম কেভ বা গুহা। এই গুহার ভেতরে অসংখ্য জোনাকি পোকার বাসই এই গুহাকে আকর্ষণীয় করে তুলেছে। গুহার ভেতরে চুনাপাথরের স্তর প্রাকৃতিকভাবেই সুন্দর গঠন তৈরি করেছে। আর সেই চুনাপাথরের গায়েই রয়েছে অসংখ্য জোনাকি। তাদের হলুদ-নীল আলো গুহাটিতে এক অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করে। গুহার ভেতরে রয়েছে হ্রদ। সেই হ্রদে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর সময় পর্যটকরা জোনাকির আলোয় সাজানো প্রাকৃতিক ঝাড়বাতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। ভারতের রাজস্থানের সোনার কেল্লা যে পাথরের তৈরি, সেই একই পাথরে তৈরি হয়েছে এ গুহাটি। এ গুহার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। নিউজিল্যান্ডে এক রকমের কেঁচো দেখা যায়, যা অন্ধকারে জ্বলে। গুহার মধ্যে এ ধরনের লাখ লাখ কেঁচো দেখা যায়। অন্ধকার দেয়ালের গায়ে বা গুহার ছাদে এরা এমনভাবে লেগে থাকে দেখে মনে হবে উজ্জ্বল নক্ষত্র ভরা আকাশের নিচে আপনি বসে আছেন।-ইয়াহু নিউজ
×