ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শরীরে ব্লেডের পোঁচ!

চুরির অভিযোগে ৭ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৪:৪৮, ৯ অক্টোবর ২০১৭

চুরির অভিযোগে ৭ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৮ অক্টোবর ॥ চুরির অভিযোগে ইমন নামের ৭ বছরের এক শিশুকে ঘরের খুঁটিতে বেঁধে পৈশাচিক কায়দায় নির্যাতন করা হয়েছে। ব্লেডের পোঁচ দিয়ে করা হয়েছে গুরুতর জখম। আহত অবস্থায় ওই শিশুকে রবিবার সকালে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালাইয়া ইউনিয়নের কোটপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নির্যাতিত শিশুর মা হালিমা বেগম অভিযোগ করেন, একই এলাকার মজিবর সরদার তার ঘর থেকে আড়াই হাজার টাকা চুরির অভিযোগ এনে শনিবার দুপুর দেড়টার দিকে তার ছেলে ইমনকে ধরে নিয়ে যায়। এরপর ইমনকে ঘরের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়। খবর পেয়ে তিনি ছেলেকে উদ্ধার করতে তার বাড়িতে যান। এ সময় মজিবর তার কাছে ছেলেকে ছাড়িয়ে নেয়া বাবদ ৫ হাজার টাকা দাবি করেন। এ সময় তিনি টাকা দেয়ার জন্য কয়েক দিন সময় চাইলে মজিবর ক্ষুব্ধ হয়ে তার চোখের সামনে ব্লেড দিয়ে ইমনের শরীরের কয়েক জায়গায় পোঁচ দিয়ে তাকে জখম করে। এ দৃশ্য দেখে তিনি প্রতিবেশী একজনের কাছ থেকে ৪ হাজার টাকা ধার করে এনে ছেলেকে ছাড়িয়ে নেন। এরপর তাকে কালাইয়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা সুবিধা না পেয়ে রবিবার সকাল ৯টার দিকে তার ছেলেকে বাউফল হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে ইমন হাসপাতালের নতুন ভবনের তিনতলায় এক নম্বর বেডে চিকিৎসাধীন। ইমনের চিকিৎসক ডাঃ আখতারুজ্জামান বলেন, ইমনের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। তার সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। এ ব্যাপারে বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেয়া হবে।
×