ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএল ফুটবল

আরামবাগকে হারিয়ে দুই ধাপ উন্নতি বিজেএমসির

প্রকাশিত: ০৮:১৬, ৮ অক্টোবর ২০১৭

আরামবাগকে হারিয়ে দুই ধাপ উন্নতি বিজেএমসির

স্পোর্টস রিপোর্টার ॥ পিছিয়ে পড়েও দারুণ জয় তুলে নিয়েছে টিম বিজেএমসি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শনিবার দ্বিতীয় (রাতে অনুষ্ঠিত) ম্যাচে তারা এক পর্যায়ে ১-২ গোলে পিছিয়ে পড়েও প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে ৩-২ গোলে জেতে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য প্রথম গোলটি করেছিল ‘সোনালী আঁশের দল’ খ্যাত বিজেএমসিই, ৪২ মিনিটে গোলটি করেন শোয়েব মিয়া। ৫৩ মিনিটে সমতা ফেরান আরামবাগের বুকোলা ওলালেকান। ৫৭ মিনিটে আবু সুফিয়ান সুফিল আরামবাগের পক্ষে ব্যবধান ২-১ করেন। ৬৮ মিনিটে বিজেএমসির কিংসলে ওশিওখা গোল করেন (২-২)। খেলার ইনজুরি (৯০+২ মিনিটে) কিংসলে আরেকটি গোল করলে ম্যাচ জিতে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বিজেএমসি। নিজেদের দশম ম্যাচে এটা স্বাধীনতার আগে-পরে মিলিয়ে পাঁচবারের লীগ শিরোপাধারী বিজেএমসির তৃতীয় জয়। ১২ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলে উঠে এল অষ্টম থেকে ষষ্ঠ স্থানে। পক্ষান্তরে ‘দ্য রাইজিং স্ট্রেন্থ’ খ্যাত আরামবাগের সমান ম্যাচে এটা সপ্তম হার। ৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম (১২ দলের মধ্যে)। স্বাধীন বাংলা ফুটবল দল, বাংলাদেশ জাতীয় দল ও আবাহনীর সাবেক ফুটবলার অমলেশ সেনের মৃত্যুতে তার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে এই ম্যাচের বিরতির সময় দুই দলের ফুটবলাররা এক মিনিট নীরবতা পালন করেন।
×