ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমে আসছে গাধার সংখ্যা

প্রকাশিত: ০৮:০০, ৮ অক্টোবর ২০১৭

কমে আসছে গাধার সংখ্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বে ভারবাহী গৃহপালিত প্রাণী গাধার সংখ্যা কমে আসছে। কারণ হিসেবে বলা হয়েছে, চীনে ব্যাপকহারে গাধার চামড়া ও মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, চীনারা গাধার চামড়া দিয়ে এক ধরনের স্বাস্থ্যকর খাবার ও ভেষজ ওষুধ তৈরি করে। দেশটিতে যে হারে গাধার চামড়া ও মাংস প্রয়োজন হয় সে হারে এটির প্রজনন হয় না। ফলে এর প্রভাব পড়েছে আফ্রিকার বিভিন্ন দেশে। চীনা চোরা কারবারিরা অনেক সময় অবৈধ উপায়ে গাধার মাংস ও চামড়া সংগ্রহের চেষ্টা করে। এ কারণে চীনের পাশাপাশি আফ্রিকাতেও গাধার সংখ্যা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। আফ্রিকার দরিদ্র অঞ্চলগুলোতে পরিবহন ও চাষের কাজে সমস্যা সৃষ্টি হয়েছে। কারণ আফ্রিকার অনেক এলাকায় বিশেষ করে দরিদ্র শ্রেণীর লোকেরা এখনও গাধার সাহায্যে কৃষিকাজ ও মালামাল পরিবহন করে। গত কয়েক বছরে চোরাই বাজারে গাধা বিক্রির ফলে আফ্রিকাতেই এখন এই প্রাণীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। আফ্রিকার পরিবারগুলো এখনই অন্য প্রাণীদের দিয়ে গাধার প্রয়োজন মেটাতে পারছে না। উগান্ডা, তানজানিয়া, বতসোয়ানা, নাইজার, বুরকিনাফাসো, মালি ও সেনেগাল ইতোমধ্যে চীনের সঙ্গে গাধাজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধ করেছে।-বিবিসি অবলম্বনে।
×