ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রুশ মুখপাত্রের বিবৃতি

মস্কো-রিয়াদ সামরিক সম্পর্ক তৃতীয় কোন দেশের জন্য হুমকি নয়

প্রকাশিত: ০৬:১৩, ৮ অক্টোবর ২০১৭

মস্কো-রিয়াদ সামরিক সম্পর্ক তৃতীয় কোন দেশের জন্য হুমকি নয়

রাশিয়া দাবি করেছে, সৌদি আরবের সঙ্গে দেশটির সামরিক সহযোগিতা তৃতীয় কোন দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না। সৌদি বাদশাহ সালমানের চলমান মস্কো সফর এবং প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের জের ধরে একথা ঘোষণা করল রাশিয়া। টু ডে অনলাইন সৌদি বাদশাহ সালমান গত বুধবার চারদিনের সফরে মস্কো পৌঁছান। এটি সৌদি আরবের কোন বাদশাহর প্রথম রাশিয়া সফর। বৃহ স্পতিবার তিনি ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র ক্রয়, আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সিরিয়ার চলমান সংঘাত নিয়ে আলোচনা হয়। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সম্পর্কে বলেছেন, রাশিয়া ও সৌদি আরবের মধ্যে চলমান সামরিক সহযোগিতা তৃতীয় কোন পক্ষের প্রতি সরাসরি হুমকি নয় এবং বিষয়ে উদ্বেগ প্রকাশের কোন ভিত্তি নেই বলে মস্কো মনে করে। দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
×