ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্যোগেও কাজ করবে রোবট

প্রকাশিত: ০৫:৫৭, ৮ অক্টোবর ২০১৭

দুর্যোগেও কাজ করবে রোবট

অর্থনৈতিক রিপোর্টার ॥ দৈনন্দিন কাজে রোবটের ব্যবহার সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রতিদিনের কাজ কর্মের পাশাপাশি এখন দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজে ব্যবহার উপযোগী রোবটের মডেল তৈরি করেছে হোন্ডা কোম্পানি। এটি এমন একটি রোবট হবে যা দুর্যোগ ও এই সম্পর্কিত উদ্ভূত পরিস্থিতিতে বেশ সহায়ক হিসেবে ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছে কোম্পানিটি। দুই পা যুক্ত এ রোবটটি দুর্যোগ পরবর্তীতে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে হোন্ডা কর্তৃপক্ষ। ই২-ডিআর নামে পানিরোধী ওই রোবটটি বেশ নমনীয়। সংযোগের ক্ষেত্রে মানবদেহের গঠনকে অনুরূপ করার চেষ্টা করা হয়েছে। এটি ঘণ্টায় ২ কিমি বেগে হাঁটতে সক্ষম। ই২-ডিআর রোবটটি মই বেয়ে উপরে উঠতে, ধ্বংসস্তূপের ওপর দিয়ে হেঁটে যেতে, প্রতিকূল আবহাওয়ায় কাজ করতে পারবে। রোবটটির হাতে সংযুক্ত সেন্সরের সাহায্যে আলোর তারতম্য বুঝতে সক্ষম হবে। তারবিহীন প্রযুক্তির ই২-ডিআর রোবটটি পরিস্থিতির প্রয়োজনে যে কোন কাজ করতে সক্ষম হবে বলে কোম্পানিটি জানিয়েছে। ১৮৭ পাউন্ড ওজনের এই রোবটটি সাড়ে ৫ ফুট লম্বা। ১ হাজার ডব্লিউএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির রোবটটি এক চার্জে দেড় ঘণ্টা চালানো যাবে। রোবটটির নমুনা তৈরি করেছে হোন্ডা কোম্পানি।
×