ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি

প্রকাশিত: ০৫:৫৬, ৮ অক্টোবর ২০১৭

ভারতের সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের বাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা থাকলেও নানা কারণে বাড়ছে না বাংলাদেশী পণ্য রফতানির পরিমাণ, এতে ক্রমেই বাড়ছে বাণিজ্য ঘাটতি। তাই দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলির রাষ্ট্রীয় সফরের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। নিকটতম প্রতিবেশী হলেও দক্ষিণ এশিয়ায় ভারতের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি। গত অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছে ৫৮০ কোটি ডলারের পণ্য, বিপরীতে রফতানি হয়েছে মাত্র ৫২ কোটি ডলারের পণ্য। অথচ ২০০৫-০৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৬০ কোটি ডলার, ১০ বছর পর যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫শ’ কোটি ডলার, টাকার অংকে যার পরিমাণ ৪১ হাজার কোটি। এর ওপর ভারত সরকার পাট রফতানিতে এ্যান্টি ডাম্পিং ও তৈরি পোশাকে কাউন্টারভেইলিং ডিউটি আরোপ করলে পরিস্থিতি জটিল হয় আরও।
×