ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় (দ্বিতীয় পরিচ্ছেদ) প্রস্তুতি-৭;###;সুধীর বরণ মাঝি

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫২, ৮ অক্টোবর ২০১৭

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১১। হিন্দুরা যখন ভূমিতে আসে তখন তাদের সঙ্গে ছিল - (ক) নিজস্ব ধর্ম ও সংস্কৃতি (খ) ভিন্ন দেশের ধর্ম ও সংস্কৃতি (গ) আর্য ধর্ম ও সংস্কৃতি (ঘ) ভারতীয় ধর্ম ও সংস্কৃতি । ১২। এ পর্যন্ত কত-এর অধিক উপনিষদের পরিচয় পাওয়া যায়? (ক) ১৫০ (খ) ২০০ (গ) ২৫০ (ঘ) ৩০০ ১৩। কিসের মাধ্যমে ভক্ত ভগবানের অনুগ্রহ পেয়ে থাকেন- (ক) সম্পদ (খ) ত্যাগ (গ) তিতিক্ষা (ঘ) ভক্তি। ১৪। চরিত্র গঠন আন্দোলনের মূল আবেদন হলো- (র) আমি ভালো মানুষ হব (রর) অপরকে ভালো মানুষ হতে সহায়তা দেব (ররর) মন্দদের সাথে কথা বলব না। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। বর্তমান বিশ্বের প্রচলিত ধর্মসমূহের মধ্যে সনাতন ধর্ম হচ্ছে- (র) প্রাচীন (রর) নবীন (ররর) আধুনিক। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৬। মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কী ? (ক) ঈশ্বর লাভ (খ) আর্য লাভ (গ) পূণ্যার্জন (ঘ) কর্ম সংঘটন। ১৭। যে শাস্ত্রের শেষে দুই আশ্রমে জ্ঞানযোগের পরিচয় মিলে ? (ক) বৈদিক শাস্ত্রে (খ) পৌরাণিক শাস্ত্রে (গ) সনাতন শাস্ত্রে (ঘ) স্মৃতি শাস্ত্রে। ১৮। পৌরাণিক যুগে হিন্দুধর্মের চিন্তাজগতে কিসের প্রাধান্য লক্ষ্য করা যায় ? (ক) ভক্তি (খ) কর্ম (গ) বিকর্ম (ঘ) শক্তি। ১৯। বৈষ্ণব ধর্মমতের মতো প্রভাবশালী ধর্মমত কোনটি- (ক) শাক্ত (খ) শৈব (গ) জৈন (ঘ) বৈষ্ণব। ২০। শক্তি ব্যতীত কার কর্ম ক্ষমতা থাকেনা ? (ক) ব্রক্ষ্মনের (খ) বরুণ (গ) জ্ঞানীর (ঘ) শক্তিমানের। ২১। কতসালে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হয় ? (ক) ১৮৮৪ সালে (খ) ১৮৮৬ সালে (গ) ১৮৮৮ সালে (ঘ) ১৮৯০ সালে । ২২। সৎসঙ্গ যা চায়Ñ (র) আদর্শ মানুষ (রর) আদর্শ গৃহী (ররর) আদর্শ ধর্মযাচক নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২৩। যাঁর দ্বারা রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় ? (ক) ঠাকুর রামকৃষ্ণ (খ) শ্রীঅক্ষরানন্দ (গ) শ্রীচৈতন্য (ঘ) স্বমী বিবেকানন্দ। ২৪। হরিচাঁদ ঠাকুরের ধর্মনীতি থেকে যে ধর্মের উদ্ভব ? (ক) মাতুয়া ধর্ম (খ) বৈষ্ণব ধর্ম (গ) সনাতন ধর্ম (ঘ) শৈবধর্ম। ২৫। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের পরম ভক্ত কে ? (ক) বঙ্কিমচন্দ্র (খ) মহেন্দ্রজী (গ) শ্রীনাথ শীল (ঘ) স্বামী স্বরুপানন্দ। ২৬। মহানাম সম্প্রদায়ের গৌরবোউজ্জ্বল নক্ষত্র কে ? (ক) ড. মহানামব্রত ব্রক্ষ্মচারী (খ) হরিনাত ব্রক্ষ্মচারী (গ) ড. দীনেশচন্দ্র সেন (ঘ) যোগেন্দ্রনাথ ব্রক্ষ্মচারী। ২৭। শ্রীশ্রী অনুকুলচন্দ্র কত সালে আবির্ভূত হন ? (ক) ১৮৮৫ সালে (খ) ১৮৮৬ সালে (গ) ১৮৮৮ সালে (ঘ) ১৮৯৫ সালে। ২৮। সৎসঙ্গীদের আর্দশ কোনটি ? (ক) ধর্ম ও জীবনকে একতিত্র করে জীবন গঠন (খ) ধর্ম ও রাজনীতিকে একতিত্র করে জীবন গঠন (গ) ধর্ম ও সাহিত্যকে একতিত্র করে জীবন গঠন (ঘ) ধর্ম ও সততাকে একতিত্র করে জীবন গঠন । ২৯। অখন্ডমন্ডলীর সংগঠনের নাম কী ? (ক) সৎসঙ্গ (খ) সেবাশ্রম (গ) সত্যাশ্রম (ঘ) অযাচক আশ্রম। ৩০। স্বামী প্রণবানন্দ’ভারতসেবাশ্রম’প্রতিষ্ঠা করেন কেন? (ক) জীবন ও জীবিকা অর্জনের জন্য (খ) সম্পদশালী হওয়ার জন্য (গ) জনগনের সেবার জন্য (ঘ) আর্ত পীড়িতদের সেবার জন্য। উত্তর ১১(ক), ১২(খ), ১৩(ক), ১৪(ক), ১৫(খ), ১৬(ক), ১৭(গ), ১৮(ক), ১৯(খ), ২০(ঘ), ২১ (খ), ২২ (ঘ), ২৩(ঘ), ২৪ (ক), ২৫ (খ), ২৬(ক), ২৭(গ), ২৮(ক), ২৯(ঘ), ৩০(গ)।
×