ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ প্রাথমিক গণিত;###;মোঃ মাসুদ খান

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা

প্রকাশিত: ০৫:৪৮, ৮ অক্টোবর ২০১৭

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.ফঢ়ংপ@মসধরষ.পড়স অষ্টম অধ্যায় : গড় ১। ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন কত গ্রাম? ক. ১২৪ খ. ১৫৪ গ. ২২৪ ঘ. ২৫৪ ২। তিনজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭, ৯ এবং ১১। তাদের গড় নম্বর কত? ক. ৭ খ. ৮ গ. ৯ ঘ. ১০ ৩। ৯, ০, ৯ সংখ্যা তিনটির গড় কত? ক. ১ খ. ২ গ. ৬ ঘ.৯ ৪। ০ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? ক.৩ খ.৪ গ.৫ ঘ.৬ ৫। ১ থেকে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? ক.৩ খ.৪ গ.৫ ঘ.৬ ৬। ১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? ক.৪ খ.৫ গ.৬ ঘ.৭ ৭। ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? ক.৪.১২ খ.৪.২ গ.৪.২৫ ঘ.৪.২৮ ৮। বাবুল ও তার বন্ধুর গড় বয়স ১৫ বছর। বাবুলের বয়স ১৬ বছর হলে তার বন্ধুর বয়স কত? ক.১৪ বছর খ.১৫ বছর গ.১৬ বছর ঘ.২০ বছর ৯। পাঁচটি সংখ্যার গড়ের অর্ধেক ১০ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত? ক.৭০ খ.৮০ গ.৯০ ঘ.১০০ ১০। তিনটি রাশির যোগফল ৭ এবং ৮ এর যোগফলের দ্বিগুণ হলে, রাশিত্রয়ের গড় কত? ক.৭ খ.৮ গ.৯ ঘ.১০ ১১। ছয়টি সংখ্যার যোগফল ১০২। প্রথম চারটি সংখ্যার গড় ১২ হলে, শেষের সংখ্যা দুইটির গড় কত? ক.২৭ খ. ৫৪ গ.১০৮ ঘ.২০৪ ১২। ১০ জনের গড় বয়স ২ বছর বৃদ্ধি পেলে তাদের মোট বয়স কত বছর বৃদ্ধি পাবে? ক.১০ বছর খ.১৫ বছর গ.২০ বছর ঘ.২৫ বছর ১৩। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১২০০ মিমি হলে প্রতি মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? ক.৯০ মিমি খ.১১০ মিমি গ.১০০ মিমি ঘ.১৫০ মিমি ১৪। বিভা ও তার বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। বিভাসহ তার বন্ধুদের সংখ্যা কত জন? ক.৩ জন খ.৪ জন গ.৫ জন ঘ.৬ জন ১৫। বিগত এক সপ্তাহের মধ্যে দৈনন্দিন তাপমাত্রা ৩২ সে. থেকে ৩৯ সে. তাপমাত্রায় উঠে যায়। তাহলে গড়ে দৈনিক তাপমাত্রার বৃদ্ধির হার কত? ক.১ সে. খ. ৭ সে. গ.১৪ সে. ঘ.২০ সে. ১৬। ১৫ জন শিক্ষার্থীর গড় নম্বর ৯৫ হলে, তাদের মোট নম্বর কত ছিল? ক.১২২৫ খ.১৩৭৫ গ.১৩৮৫ ঘ১৪২৫ ১৭। ৩টি সংখ্যার সমষ্টি ৭২। এর মধ্যে ২টি সংখ্যার গড় ২৮ হলে, অপর সংখ্যাটি কত? ক.১২ খ.১৪ গ.১৬ ঘ.১৮ ১৮। সক্রিকেটার রাজ্জাকের রানের গড় ২৫। তামিমের রানের গড় রাজ্জাকের রানের গড়ের ৩ গুণের চেয়ে ১০ কম। তামিমের রানের গড় কত? ক.৫০ খ.৫৫ গ.৬০ ঘ.৬৫ ১৯। ৮টি ফিতার গড় মূল্য ৫ টাকা ৭৫ পয়সা হলে, মোট ফিতার দাম কত? ক.৪৩ টাকা খ.৪৪ টাকা গ.৪৫ টাকা ঘ.৪৬ টাকা ২০। রহিম ১০টি বিষয়ের মধ্যে ৬টিতে গড়ে ৭০ নম্বর এবং ৪টিতে গড়ে ৯০ নম্বর পেয়েছে। তার গড় নম্বর কত? ক.৭০ খ.৭৪ গ.৭৮ ঘ.৮২ ২১। গড় নির্ণয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ক.রাশিগুলো ভিন্ন ভিন্ন খ.রাশিগুলো সমজাতীয় গ.সমজাতীয় অথবা ভিন্ন ভিন্ন ঘ.কোনটিই নয় উত্তর : ১.খ ২.গ ৩.গ ৪.গ ৫.ঘ ৬.খ ম৭.গ ৮.ক ৯.ঘ ১০.ঘ ১১.ক ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ঘ ১৯.ঘ ২০.গ ২১.খ।
×