ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডার চিনি শিল্পে ক্ষতি ৩৮ কোটি ডলার

প্রকাশিত: ০৫:২৩, ৮ অক্টোবর ২০১৭

ফ্লোরিডার চিনি শিল্পে ক্ষতি ৩৮ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য চিনি শিল্পের জন্য পরিচিত। দেশটির এক-চতুর্থাংশ চিনি এ অঙ্গরাজ্যে উৎপাদিত হয়। গত মাসে এখানে আঘাত হানে শক্তিশালী হারিকেন ইরমা। এর প্রভাবে স্থানীয় চিনি শিল্পে প্রায় ৩৮ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্লোরিডার এগ্রিকালচার কমিশনার এ্যাডাম এইচ পুটনাম বলেন, হারিকেন ইরমার প্রভাবে অঙ্গরাজ্যের কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিমাণ নিরূপণ করতে আমাদের প্রায় এক মাস সময় লেগেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ইরমার প্রভাবে ফ্লোরিডার কৃষি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫০ কোটি ডলার। এর মধ্যে চিনি খাতে এককভাবে ৩৮ কোটি ৩০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) আওতায় ন্যাশনাল এগ্রিকালচার স্ট্যাটিসটিকস সার্ভিস (এনএএসএস) ক্ষয়ক্ষতির এ হিসাব করেছে। ওয়ার্ল্ড এটলাসের তথ্যানুযায়ী, চিনি উৎপাদনকারীদের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে দশম। গত বছর দেশটিতে মোট ২৭ লাখ ৯০০ টন চিনি উৎপাদন হয়েছিল। ফ্লোরিডার পাশাপাশি হাওয়াই, লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয়। যুক্তরাষ্ট্র চিনি ব্যবহারকারী ও রফতানিকারকদের তালিকায় বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। গত বছর মোট বৈশ্বিক চাহিদার ৪ দশমিক ৫ শতাংশ চিনি রফতানি করেছে যুক্তরাষ্ট্র। এ বাবদ দেশটির আয় হয়েছিল ১৯০ কোটি ডলার। তবে এ সময় দেশটি অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য রফতানির তুলনায় ১৭ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত চিনি আমদানি করেছে। বর্তমানে চিনি খাতে আমদানি নির্ভরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে যুক্তরাষ্ট। অর্থনীতি ডেস্ক
×