ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘সফল যাঁরা কেমন তাঁরা’ শীর্ষক আলোচনাসভা

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৫:২১, ৮ অক্টোবর ২০১৭

ক্যাম্পাস সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা স্থান অর্জনকারী (প্রথম থেকে বিশতম) শিক্ষার্থীদের নিয়ে ‘সফল যাঁরা কেমন তাঁরা’ শিরোনামে এক ব্যতিক্রমী আয়োজন করেছে ইউসিসি কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীর ফার্মগেটের নিজস্ব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়। ভর্তি পরীক্ষায় সফলদের নিয়ে এ গোলটেবিলে সভাপতি ছিলেন টঈঈ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম. এ. হালিম পাটওয়ারী। উপস্থিত ছিলেন ড. এম. এ. হালিম পাটওয়ারী ফাউন্ডেশন ও টঈঈ গ্রুপের কর্মকর্তারা। অনেকেই পড়তে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেউ বা খ ইউনিটে, কেউ আবার গ ইউনিটের কোন বিষয়ে। কিন্তু প্রতি আসনের জন্য লড়তে হয় ৩০ থেকে ৪০ জনের সঙ্গে। তাই, যথাযথ প্রস্তুতি ছাড়া ভর্তি পরীক্ষায় সফল হওয়া খুবই কঠিন। সেই কঠিন কাজটিকে সহজ করতে বিগত তিন দশক ধরে কাজ করছে টঈঈ। সে প্রচেষ্টার অংশ হিসেবেই আয়োজন করা হয় এ গোলটেবিল বৈঠকের। এখানে ভর্তি পরীক্ষায় সফলরা তুলে ধরেন তাদের প্রস্তুতির গল্প, পড়াশুনার কৌশল। তাদের কথায় উঠে আসে ভর্তিচ্ছুদের প্রতি বিভিন্ন পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি পরীক্ষার এবার প্রথম হয়েছেন ইংরেজী মাধ্যমের ইমতিয়াজ আহমেদ। দ্বিতীয়- ঢাকা সিটি কলেজের মোঃ রাকিবুর রহমান, আর তৃতীয় হয়েছেনÑ বরিশালের সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের মোঃ খায়রুল ইসলাম। এ বছর গ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে আবেদনকারী ছিল ২৯ হাজার ৩৩১ জন। অন্যদিকে, ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৬৩ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩২ হাজার ৭৫৩। ক্যাম্পাস প্রতিবেদক
×