ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাইসুল ইসলাম সৌরভ

‘শিভেনিং’ স্কলারশিপের আদ্যোপান্ত

প্রকাশিত: ০৫:২১, ৮ অক্টোবর ২০১৭

‘শিভেনিং’ স্কলারশিপের আদ্যোপান্ত

সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ সরকার যে স্বল্প সংখ্যক পূর্ণ তহবিল বৃত্তি চালু রেখেছে শিভেনিং স্কলারশিপ তার মধ্যে অন্যতম। মূলত যুক্তরাজ্য সরকারের ফরেন ও কমনওয়েলথ (এফসিও) অফিস এবং সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই স্কলারশিপে একজন শিক্ষার্থীকে তার পড়ালেখার পূর্ণ খরচ (১৮০০০ পাউণ্ড পর্যন্ত), ব্রিটেনে বসবাস ও জীবনধারণের জন্য এক বছর পর্যন্ত মাসিক ভাতা ইত্যাদি প্রদান করে। আবেদনের সময় : শিভেনিং বৃত্তির জন্য অনলাইনে (িি.িপযবাবহরহম.ড়ৎম/ নধহমষধফবংয) আবেদন শুরু হয় আগস্ট মাসে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জন্য আবেদন চালু হয়েছে ৭ আগস্ট থেকে, যা চলবে চলতি বছরের ৭ নবেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হয় পরবর্তী বছরের সেপ্টেম্বর মাসে। আবেদনের যোগ্যতা : শিভেনিং স্কলারশিপ যে সমস্ত দেশের নাগরিকদেও দেয়া হয় সেসব দেশের যেকোন একটির নাগরিক হতে হবে। বাংলাদেশীরা সে তালিকায় আছে; তবে ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি এক্ষেত্রে বিবেচিত হবেন না। ন্যূনতম স্নাতক ডিগ্রী থাকতে হবে। কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা লাগবে; তাই সদ্য স্নাতক পাস করা ছাত্র-ছাত্রীবৃন্দ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। যদি না ছাত্রাবস্থায় কাজের অভিজ্ঞতা (ইন্টার্নশিপ, তবে কোর্স সম্পন্ন করার জন্য নয়; পূর্ণকালীন; খণ্ডকালীন; মজুরির বিনিময়ে বা ছাড়া, যাই হোক না কেন) বা স্বেচ্ছাসেবার দুই বছরের অভিজ্ঞতা না থাকে। ব্রিটেনে কাজের অভিজ্ঞতা গণনা করা হয় ঘণ্টা হিসেবে তাই দুই বছরের অভিজ্ঞতা প্রমাণে ন্যূনতম ২৮০০ ঘণ্টা কাজের অভিজ্ঞতা দেখাতে হবে। তবে ব্রিটিশ হাই কমিশন, ব্রিটিশ কাউন্সিল, এ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিস বা ব্রিটিশ সরকারের কোন প্রতিষ্ঠানের সাবেক বা বর্তমান কর্মী বা তাদের আত্মীয় এই বৃত্তির আওতাভুক্ত হবেন না। বাংলাদেশী আবেদনকারীদের ইংরেজী ভাষায় দক্ষতা প্রমাণে অবশ্যই আইইএলটিএস-এ গড়ে কমপক্ষে ৬.৫ (তবে কোন মডিউলেই ৫.৫ এর কম না) থাকতে হবে। শিভেনিং-এ আবেদন করার একটা বড় সুবিধা আবেদনের সময়ই আইইএলটিএস স্কোর ওয়েবসাইটে আপলোড করতে হয় না। স্কলারশিপের জন্য শর্তাধীনভাবে বিবেচিত হওয়ার পর এ বছর সর্বশেষ ১২ জুলাই পর্যন্ত তা আপলোড করা যাবে। তবে প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। শিভেনিংয়ের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ডিগ্রী শেষে নিজ দেশে কমপক্ষে দুই বছর অবস্থান করা। পড়ার বিষয় : শিভেনিং এর তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৫০০ স্নাতকোত্তর কোর্স থেকে যে কোন তিনটি বিশ্ববিদ্যালয় আপনাকে আবেদনের সময় ঠিক করে দিতে হবে। চাইলে আপনি একই বিষয় তিনটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্ধারণ করে দিতে পারেন বা তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ও হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত বিষয় পছন্দ করে অনলাইনে আপনার পূর্বের শিক্ষাগত যোগ্যতা ও আইইএলটিএস-এর স্কোর পাঠানোর প্রয়োজন পড়ে। শর্তাধীনভাবে বৃত্তি পেয়ে বিশ্ববিদ্যালয়কে জানালে বিনা খরচে ও শর্তে অনলাইনে অফার লেটার পাঠিয়ে দেয়া হয়, যা দেখিয়ে আপনি চূড়ান্তভাবে শিভেনিং বৃত্তি পেতে পারেন। এমনিতে পূর্বের কোন ব্রিটিশ ডিগ্রী থাকলে কোন অসুবিধা নেই, তবে ব্রিটিশ সরকারের কোন বৃত্তি আগে পেলে শিভেনিংয়ের জন্য আর আবেদন করা যায় না। আবেদনে পূর্ণতা আনার জন্য দুটি রেফারেন্স লেটার আপলোড করা লাগে; তবে তা প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের জন্য বিবেচিত হলে ইন্টারভিউ বোর্ডে বা তার আগে নির্ধারিত ওয়েব পেইজে আপলোড করা যায়। রেফারেন্স লেটারে একাডেমিক ও প্রফেশনাল দুই ধরনের সমন্বয়ই থাকতে হবে। বৃত্তি পেতে : শিভেনিং বৃত্তি পেতে স্নাতক বা স্নাতকোত্তর (যদি কারও করা থাকে) পর্যায়ে অসাধারণ ফলাফল খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় না। এমনকি আপনি সরকারী না বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তাও বিবেচ্য বিষয় নয়। বরং আপনি যে বিষয় এখন পড়তে ইচ্ছুক তার সঙ্গে আপনার পূর্বের পড়ালেখা বা কর্মের সংযোগ; ইংরেজী ভাষায় লিখতে ও গুছিয়ে বলতে পারার ভাল দক্ষতা; ভবিষ্যত কর্ম পরিকল্পনা ইত্যাদিই গুরুত্বপূর্ণ। তাই আবেদন করার আগে বাংলাদেশে যুক্তরাজ্য হাই কমিশনের ওয়েব সাইট থেকে অগ্রাধিকার ক্ষেত্রগুলো চিহ্নিত করা উচিত। শিভেনিংয়ের ওয়েব সাইটেও দেশভিত্তিক অগ্রাধিকারের বিষয়গুলো উল্লেখ থাকে। অনলাইন আবেদন ফর্মে নিজের সম্পর্কে তথ্য, যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি বিষয়ের পাশাপাশি নিজের জীবনের উদাহরণসহ ৫০০ শব্দের চারটি প্রবন্ধ লিখতে হয়। নেতৃত্ব ও অনুপ্রাণিত করার ক্ষমতা; নেটওয়ার্কিং দক্ষতা; পড়ার জন্য যে বিষয় নির্ধারণ করেছেন তার সঙ্গে পূর্বের পড়ালেখা ও কর্মের সংযোগ এবং সে বিষয়ের ওপর ভবিষ্যত ভাবনা ও আগামীর কর্ম পরিকল্পনা এই চারটি বিষয়ে প্রবন্ধ লিখতে হয়। বাছাইয়ের পরবর্তী পর্যায় অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য বিবেচিত হবেন কিনা তা মূলত নির্ধারণ করে এই চারটি প্রবন্ধের উপর। www.chevening.org
×