ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের কয়েক স্থানে বৃষ্টি

প্রকাশিত: ০৫:১০, ৮ অক্টোবর ২০১৭

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের কয়েক স্থানে বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ বিদায়ের আগে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি (বর্ষা)। মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অনেক স্থানে শনিবার হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। নগরীর বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় সাময়িক জলাবব্ধতা। তবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চলতি মাসে এক থেকে দু’টি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, অক্টোবরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ১৫২ মিলিমিটার, ময়মনসিংহে ১৯১ মিমি, চট্টগ্রামে ১৮৬ মিমি, সিলেটে ১৮৭ মিমি, রাজশাহীতে ১১৩ মিমি, রংপুরে ১৩৪ মিমি, খুলনায় ১২০ মিমি ও বরিশালে ১৭৬ মিলিমিটার হতে পারে। এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, পর্যবেক্ষণাধীন ৯০টি পানি সমতল সেন্টারের মধ্যে শনিবার ৩৫টির পানি বৃদ্ধি এবং ৪৮টির হ্রাস পায়। দেশের সব ক’টি প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
×