ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাইন ইলেভেন ধাঁচের আরেকটি হামলা ভণ্ডুল যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: ০৫:০৬, ৮ অক্টোবর ২০১৭

নাইন ইলেভেন ধাঁচের আরেকটি হামলা ভণ্ডুল যুক্তরাষ্ট্রে

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন ধাঁচের একটি সন্ত্রাসী হামলার চক্রান্ত ভ-ুল করে দিয়েছে দেশটির গোয়েন্দারা। আইএস জঙ্গীরা নিউইয়র্কের টাইমস স্কয়ার ও পাতাল রেলে বড় ধরনের হামলার ছক কষেছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে এফবিআই গোয়েন্দারা। আটককৃতদের একজনকে যুক্তরাষ্ট্রে, অপর দুইজন জনকে পাকিস্তান ও ফিলিপিন্সে আটক করা হয়। এই তিনজন চ্যাট এ্যাপসের সাহায্যে এই হামলার খুঁটিনাটি নিয়ে আলাপ করত। খবর বিবিসি অনলাইনের। এফবিআইয়ের একজন গোয়েন্দা আইএস সমর্থক সেজে এই তিনজনের সঙ্গে আলাপ করত। গত শুক্রবার এই হামলার বিস্তারিত বিষয় ও আটককৃত তিনজনের নাম পরিচয় প্রকাশ করে। আটক তিনজনের নাম বলা হয়, আব্দুল রহমান আল বাহনাসাবি (১৯), তালহা হারুন (১৯) ও রাসেল সালিক (৩৭)। এদের বিরুদ্ধে ‘ইসলামিক স্টেটে’র নামে আক্রমণ চালানোর পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, একজন সন্দেহভাজন আক্রমণকারী বলেছে তারা ‘দ্বিতীয় ৯/১১’ ঘটাতে চেয়েছিল। এ হামলার পরিকল্পনায় ছিল নিউইয়র্কের টাইমস স্কয়ার এবং পাতাল রেলে বোমা বিস্ফোরণ ঘটানো এবং বিভিন্ন গানের অনুষ্ঠানে আসা শ্রোতাদের ওপর গুলি চালানো। প্যারিসের বাতাক্লঁ কনসার্ট এবং বেলজিয়ামের মেট্রোর ওপর আক্রমণ থেকে অনুপ্রাণিত হয়ে গত রমজান মাসে এ হামলার পরিকল্পনা করেছিল তারা। এই হামলার পরিকল্পনাটি ধরা পড়ে গতবছর, তবে এ খবর প্রথমবারের মতো গত শুক্রবার প্রকাশ করা হয়। ইসলামিক স্টেটের সমর্থক সেজে একজন এফবিআই এজেন্ট ওই তিনজনের সঙ্গে যোগাযোগ করেন এবং আক্রমণটি ঠেকিয়ে দেন। অভিযোগে বলা হয়েছে, আবদুল রহমান আলব বাহনাসাবি সেই ছদ্মবেশী এফবিআই এজেন্টকে টাইমস স্কয়ারের একটি ছবি পাঠায়, এবং বলে ‘আমাদের একটা গাড়ি বোমার খুব দরকার’। তার ইচ্ছে ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে বিমান হামলার মতোই আরেকটি ঘটনা ঘটানো। ওই হামলায় প্রায় ৩ হাজার লোক নিহত হয়। এফবিআই এজেন্টকে তালহা হারুন বলেছিল, পাতাল রেল একটা ‘চমৎকার লক্ষ্যবস্তু’ হবে এবং তাদের গুলি শেষ হয়ে গেলে আত্মঘাতী ভেস্ট বিস্ফোরণ ঘটানো হবে। রাসেল সালিকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, রাসেল সমর্থকদের মধ্যে ডাক্তার নামে পরিচিত। তিনি এই হামলার জন্য আনুমানিক চার শ’ ২৩ ডলার পাঠান। এ ধরনের হামলার জন্য আরও অর্থ পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি।
×