ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

ব্রাদার্সকে রুখে দিল ফরাশগঞ্জ

প্রকাশিত: ০৫:০৬, ৮ অক্টোবর ২০১৭

ব্রাদার্সকে রুখে দিল ফরাশগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দলই পয়েন্টে টেবিলের তলানির দল। খাবি খাচ্ছিল দু’দলই। একে অপরকে হারিয়ে কিঞ্চিৎ ওপরে ওঠার চেষ্টা ছিল। কিন্তু সে চেষ্টা বিফল হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শনিবারের খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের সঙ্গে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের এই প্রথম ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল দুইবারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স। একের পর এক আক্রমণ শানিয়ে শেষ পর্যন্ত ৪২ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় ব্রাদার্স। বক্সে বল পেয়ে ডান পায়ের চিপ শটে বল জালে পাঠিয়ে দেন ব্রাদার্সের ফরোয়ার্ড মোঃ বিপ্লব (১-০)। ফরাশগঞ্জ ৫১ মিনিটে ম্যাচে সমতা আনে। বাঁপ্রান্ত দিয়ে ফরাশগঞ্জের মিডফিল্ডার সৈয়দ রকিব খান বল নিয়ে ঢুকে পড়েন ব্রাদার্সের ডি-বক্সে। চমৎকারভাবে তাদের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের যে জোরালো শটটি নেন পোস্ট লক্ষ্য করে তা ঠিকমতো ধরতে পারেননি গোলরক্ষক কামাল হোসেন টিটু। সেই বল জালে জড়িয়ে দেন সামনে দাঁড়িয়ে থাকা ফরাশগঞ্জের সুযোগ সন্ধানী নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ (১-১)। ইনজুরি টাইমে বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শট নেন ব্রাদার্সের সিও জুনাপিও। কিন্তু বল অল্পের জন্য জড়ায়নি জালে। (৯০+২) মিনিটে মিঠু ভুঁইয়ার শট ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ফরাশগঞ্জের গোলরক্ষক। রেফারি শেষ বাঁশি বাজালে দু’দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। কুইন্স ব্যাটন রিলে স্পোর্টস রিপোর্টার ॥ কমনওয়েলথ গেমসের প্রতি আসর শুরুর পূর্বে আয়োজক দেশের একটি প্রতিনিধিদল ইংল্যান্ডের রানীর বার্তাসহ একটি ব্যাটন নিয়ে কমনওয়েলথভুক্ত ৭১ দেশ পরিভ্রমণ করে থাকে। আগামী ৪-১৫ এপ্রিল, ২০১৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ২১তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। এই গেমস উপলক্ষে আয়োজক দেশের একটি প্রতিনিধিদল বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের বার্তা নিয়ে গত ১৩ মার্চ বাকিংহাম প্যালেস থেকে যাত্রা শুরু করেন। কমনওয়েলথভুক্ত দেশসমূহ পরিভ্রমণ করে ২৪ ডিসেম্বর ব্যাটনটি নিয়ে তারা অস্ট্রেলিয়া পৌঁছাবে। আগের মতো এবারও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে কুইন্স ব্যাটন রিলে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ক্যারি থমসনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ৫২তম দেশ হিসেবে বাংলাদেশে আসবেন। পরিকল্পনা অনুযায়ী প্রতিনিধিদলটি আগামী ৯ অক্টোবর বিমানযোগে ঢাকায় পৌঁছাবে এবং আগামী ১২ অক্টোবর বিমানযোগে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। কমনওয়েলথ গেমস ফেডারেশন কর্তৃক বাংলাদেশে কুইন্স ব্যাটন রিলে আয়োজনকালে কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে মনোনীত করা হয়।
×