ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্লে-অফ খেলতে হবে ইতালিকে, ওয়েলস-অস্ট্রিয়া-আয়ারল্যান্ডের জয়, জমে উঠেছে;###;‘ডি’ এবং ‘আই’ গ্রুপের লড়াই

বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত স্পেনের

প্রকাশিত: ০৫:০৪, ৮ অক্টোবর ২০১৭

বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত স্পেনের

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাসের একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে স্পেন। কিন্তু ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেনি লা রোজারা। তবে রাশিয়া বিশ্বকাপে হট ফেবারিট তারা। শুক্রবার আলবেনিয়াকে হারিয়ে এক ম্যাচ আগেই ‘জি’ গ্রুপ থেকে ২০১৮ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে জুলেন লোপেতেগুইয়ের দল। গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে হোঁচট খেয়েছে শক্তিশালী ইতালি। এর ফলে রাশিয়ায় যেতে হলে প্লে-অফ খেলতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এখনও এক ম্যাচ বাকি রয়েছে স্পেনের। তবে সেই ম্যাচকে আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করে ২০১৮ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে তারা। শুক্রবার গুরুত্বপূর্ণ ম্যাচে আলবেনিয়ার মুখোমুখি হয় লা রোজারা। সেই ম্যাচে স্পেন ৩-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়ে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘জি’ গ্রুপ থেকে রাশিয়া যাচ্ছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে স্পেন। প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যেই আলবেনিয়ার জালে ৩ গোল দেয় তারা। ম্যাচ শুরুর ১৬ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেয়ার কাজটা করেন রড্রিগো। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা ইস্কোর সহায়তায় দারুণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান তিনি। এরপর ২৩ মিনিটে ইস্কো নিজেই গোল ব্যবধান দ্বিগুণ করেন। তারপরও থেমে থাকেনি গোল উৎসব। প্রথমার্ধের ২৬ মিনিটে আরও একবার প্রতিপক্ষের জালে বল জড়ান থিয়াগো আলকানতারা। তবে দ্বিতীয়ার্ধে কোন গোল করতে পারেনি স্বাগতিকরা। যে কারণে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লা রোজারা। আলবেনিয়ার বিপক্ষে একপেশে জয়ে ‘জি’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করা স্পেনের সংগ্রহ ২৫ পয়েন্ট। এদিকে বাজে সময় কাটছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশিক্ত ইতালির। শুক্রবার নিজেদের মাঠে মেসিডোনিয়ার কাছে ১-১ গোলে হোঁচট খেয়েছে তারা। যদিও বা এদিন প্রথমেই এগিয়ে গিয়েছিল ইতালি। প্রথমার্ধের ৪০ মিনিটে জর্জিও চিয়েল্লিনির গোলে এগিয়ে যায় জিয়ানলুইজি বুফনের দল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে আলেকজান্ডার ট্রাইকোভস্কি গোল করলে সমতায় ফেরে মেসিডোনিয়া। এমন ড্রয়ে চরম হতাশ ইতালির সমর্থকরা। তা বুঝতে বাকি নেই চিয়েল্লিনিরও। ম্যাচ শেষে নিজেও এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। চিয়েল্লিনি বলেন, ‘সত্যি কথা বলতে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত মেসিডোনিয়া তেমন বিপজ্জনক হয়ে উঠতে পারেনি। এ কারণে বুঝতে বাকি নেই যে সমর্থকরা কেন হতাশ।’ বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘ডি’তে জর্জিয়াকে তাদের মাঠে হারিয়েছে গ্যারেথ বেলহীন ওয়েলস। এই জয়ে জমে উঠেছে গ্রুপটিতে তিন দলের বিশ্বকাপে যাওয়ার লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সার্বিয়া ৩-২ গোলে হেরেছে অস্ট্রিয়ার কাছে। মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। গ্রুপ ‘ডি’র সার্বিয়া, ওয়েলস এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডের পয়েন্ট যথাক্রমে ১৮, ১৭ এবং ১৬। বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা আছে তিন দলেরই। গ্রুপ ‘আই’ থেকেও বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা আছে শীর্ষ তিন দলের। নিজেদের মাঠে ফিনল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে ক্রোয়েশিয়া। কোসোবোকে ২-০ গোলে হারিয়েছে ইউক্রেন। তুরস্ককে তাদের মাঠে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে আইসল্যান্ড। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ১৭। সমান পয়েন্টে তৃতীয় স্থানে থাকা ইউক্রেন পিছিয়ে আছে গোল ব্যবধানে। ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।
×