ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে স্মিথের ভারত সফর শেষ

প্রকাশিত: ০৫:০৪, ৮ অক্টোবর ২০১৭

ইনজুরিতে স্মিথের ভারত সফর শেষ

স্পোর্টস রিপোর্টার ॥ ডান কাঁধের ইনজুরির কারণে ভারত সফর শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের। ফলে টি২০ সিরিজে অতিথিদের নেতৃত্ব দেবেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ানডে সিরিজে ৪-১এ হারের পর টি২০ সিরিজটা বিশ্বচ্যাম্পিয়নদের জন্য কঠিন পরীক্ষা। নিয়মিত অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথ ছিটকে যাওয়ায় সেটি আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠল। শনিবার শুরু হয়েছে তিন ম্যাচের এই সিরিজ। এর আগে বছরের শুরুতে টেস্টেও সিরিজ হেরেছিল অসিরা। টি২০ দিয়ে পূর্ণাঙ্গ সফর শেষ হবে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে কাঁধে সমস্যা অনুভব করেন স্মিথ। এরপর বৃহস্পতিবারের অনুশীলন পর্বের মাঝপথেই মাঠ ত্যাগ করেন। শুক্রবার অনুশীলন করেননি। পরে এমআরআই রিপোর্টে তার কাঁধে সমস্যা দেখা দেয়। তবে বড় ধরনের সমস্যা না থাকলেও ঘরের মটিতে আসন্ন এ্যাশেজ সিরিজের কথা চিন্তা করেই স্মিথকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট। স্মিথের জায়গায় টি-২০ সিরিজের জন্য মার্কাস স্টোয়িনিসকে দলে নেয়া হয়েছে।
×