ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সীমাবদ্ধতা বোঝেন মাহেলা

প্রকাশিত: ০৫:০৩, ৮ অক্টোবর ২০১৭

সীমাবদ্ধতা বোঝেন মাহেলা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রমাগত ব্যর্থতায় নিমজ্জিত শ্রীলঙ্কান ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি ভরাডুবির পর ঘরের মাটিতে দুর্বল জিম্বাবুইয়ের কাছে ওয়ানডে সিরিজ হার। একমাত্র টেস্টে জয় হারতে হারতে। আর ভারতের কাছে টেস্ট, ওয়ানডে, টি২০ তিন সিরিজে ‘হোয়াইটওয়াশ’। প্রধান নির্বাচকের পদ থেকে সদলবলে পদত্যাগ করেন সনথ জয়সুরিয়া। পাঁচ সদস্যের নতুন পরিকল্পনা কমিটিতে নেয়া হয়েছে মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে। আছেন জয়সুরিয়ার সেই ১৯৯৬ বিশ্বকা জয়ী দলের সতীর্থ অরবিন্দ ডি সিলভা। সাঙ্গা-মাহেলার কাছ থেকে লঙ্কানদের অনেক আশা। তবে মাহেলা মনে করেন আসল কাজটা বোর্ডকেই করতে হবে (এসএলসি)। তিনি বলেছেন, তারা কেবল পরিকল্পনাটা তুলে ধরতে পারেন, এসএলসিকেই সেটি বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনা কমিটিতে থাকা আর বোর্ডের নীতি নির্ধারণী পর্যায় এক বিষয় নয় বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। মাহেলা বলেন, ‘আমরা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অংশ নই। পরিকল্পনাগুলো বানস্তবায়ন করাটা তাদের ওপর নির্ভর করছে। আশা করছি তারা সেটা করবে, কারণ যদি না হয় এসব মিটিং শুধুই সময়ের অপচয়।’ তিনি আরও যোগ করেন, ‘আমি দেশের ক্রিকেটকে সাহায্য করতে একটি চূড়ান্ত প্রচেষ্টা করতে ইচ্ছুক, কিন্তু এটি বাস্তবে রূপ দেয়াটা বোর্ডের হাতে। আমরা বারে বারে ফিরে যেতে পারি না, এটা ক্ষণিকের সমাধানের মতো।’ শ্রীলঙ্কার ক্রিকেটকে পুনর্গঠন করতে মাহেলা, সাঙ্গাকারা, ডি সিলভা ও অনুরা টেনাকুনকে নিয়ে কমিটি করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পুনরুদ্ধারসহ ঘরোয়া ক্রিকেট কাঠামো ও সার্বিক উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করবেন তারা। ক্রীড়া মন্ত্রমণালয় ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে নিজেদের সুপারিশ ও পরামর্শ তুলে ধরবে এ কমিটি। এর প্রধান সাবেক এসএলসি প্রেসিডেন্ট হেমাকা আমারাসুরিয়া। ৯৬’র বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ডি সিলভা বলেন, ‘ঘনঘন ইনজুরি আক্রান্ত হওয়ার বিষয়টিতে দৃষ্টি রাখা দরকার। যখনই আমরা ভাল ফর্মে থাকি, দলের মূল খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে। আমাদের এ দিকটাকে পর্যালোচনা করা প্রয়োজন এবং কেন এটি ঘটছে সেইসঙ্গে কিভাবে আমরা তা মোকাবেলা করতে পারি তা বুঝতে হবে।’ মাহেলা, সাঙ্গাকারা ও তিলেকারাতেœ দিলশানের মতো সিনিয়রদের অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিমত্তা হারিয়েছে শ্রীলঙ্কা টিম। পারফর্মেন্সে নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হচ্ছে প্রতিনিয়ত। খেলোয়াড়দের ফিটনেস সমস্যাও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দল একটা ভাল ছন্দে থাকলে কেউ না কেউ ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন। আমিরাতে চলমান পাকিস্তান সিরিজে খেলতে পারছেন না অসেলা গুনারতেœ, কুশল পেরেরা ও এ্যাঞ্জেলো ম্যাথুস। এ দিকটাও পর্যবেক্ষণ করবে জয়বর্ধনে-সাঙ্গাকারাদের নিয়ে গড়া পাঁচ সদস্যের কমিটি।
×