ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যাশেজে বিপদ দেখছেন পিটারসেন

প্রকাশিত: ০৫:০৩, ৮ অক্টোবর ২০১৭

এ্যাশেজে বিপদ দেখছেন পিটারসেন

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জয়ের রাতে স্থানীয় পানশালার বাইরে মারমারি বাধিয়ে একজনের নাকমুখ ভেঙ্গে দেন বেন স্টোকস। সকাল অবধি জেলেও থাকতে হয় তারকা অলরাউন্ডারকে। চতুর্থ ওয়ানডে থেকে বহিষ্কার হলেও টেস্টে তবু টিকে ছিলেন স্টোকস। কারণ তুখোড় এ ক্রিকেটারকে নিয়েই অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ এ্যাশেজে অংশ নিতে চেয়েছিল ইংলিশরা। কিন্তু স্থানীয় সংবাদ মাধ্যমে মারমারির ভিডিও প্রকাশ হলে তাকে পুলিশি তদন্ত রিপোর্ট প্রকাশ পর্যন্ত বহিষ্কার করা হয়। শনিবার আরও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসকে দল থেকেই প্রত্যাহার করে নিয়েছে ইসিবি। এ্যাশেজে জো রুটের দল বড় রকমের বিপদে পড়বে বলে মনে করছেন কেভিন পিটারসেন। এক সময়ের ইংল্যান্ড তারকা মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ সিরিজে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সেরা পারফর্মারের অভাব টের পাবে ইংলিশরা। ব্রিসবেনে ২৩ নবেম্বর শুরু পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। স্টোকসকে প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি স্টিভেন ফিনের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে ইসিবি। প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, স্টোকস দুইব্যক্তিকে ঘুষি মারছিলেন। শুধু স্টোকস নয় ওই সময় উপস্থিত সতীর্থ ওপেনার এ্যালেক্স হেলসকেও নিষিদ্ধ করে বোর্ড। ওই ঘটনায় পুলিশ ও ইসিবির নিজস্ব তদন্ত চলছে। ইংলিশ ক্রিকেট ডিরেক্টর এন্ড্রু স্ট্রস বলেন, ‘আমরা স্টোকসের সঙ্গে কথা বলেছি এবং তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার নিশ্চয়তা দিয়েছি। তবে যেহেতু বিষয়টি নিয়ে পুলিশ এখনও তদন্ত করছে, তাই এখন তাকে এ্যাশেজের দল থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।’ এমন খবর প্রকাশের পর স্টোকসকে নিয়ে মুখ খেলেন এক সময়ের তুখোড় ব্যাটসম্যান পিটারসেন, ‘অবশ্যই বড় ধরনের সমস্যায় পড়বে ইংল্যান্ড। স্টোকস দলের তিনটি বিভাগই সামলায়। বোলিং, ব্যাটিংয়ের পাশাপাশি সে ফিল্ডিংয়েও দুর্দান্ত। বল হাতে ব্রেক-থ্রু এনে দিতে পারদর্শী। আর দলের বিপদে ব্যাট হাতে হাল ধরতে এবং স্লিপ ফিল্ডিংয়ে ক্যাচ ধরতে পছন্দ করে। তাই এমন একজনকে বাইরে রেখে খেলতে নামলে অনেক বেশি সমস্যায় পড়বে ইংল্যান্ড।’ তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া খুব একটা ভাল অবস্থায় নেই বলে আশার বাণীও শুনিয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার পিটারসেন, ‘নিজেদের মাটিতে খেলার সুবিধা পাবে অস্ট্রেলিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে টেস্টে ভাল করতে পারেনি অসিরা। ভারতের কাছে হারের পর বাংলাদেশের মাটিতে সিরিজ ড্র করেছে স্টিভেন স্মিথরা। তাই এ্যাশেজে আত্মবিশ্বাসের দিক দিয়ে তারা কিছুটা হলেও পিছিয়ে থাকবে। এজন্য এই সুযোগটা কাজে লাগানো উচিত ইংল্যান্ডের।’ টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ভার্সনেই সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের অন্যতম সফল পারফর্মার স্টোকস। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সমান উজ্জ্বল। এ্যাশেজ ও ২০১৯ বিশ্বকাপে ইংলিশদের পরিকল্পনার বড় অংশ তিনি। এ জন্যই টেস্টের সহ-অধিনায়ক করা হয়েছিল। কিন্তু মাঠ ও মাঠের বাইরে একের পর এক বাজে আচরণে পটিয়সী অলরাউন্ডারের এবারের ঘটনা ছাড়িয়ে গেছে আর সব কিছুকে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা, ব্রিস্টলে সেদিন রাতে একাই দু’জনকে মিনিটে পনেরটি ঘুষি মারেন তিনি।
×