ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেয়া হবে না ॥ ইসি মাহবুব

প্রকাশিত: ০৪:৪৪, ৮ অক্টোবর ২০১৭

আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেয়া হবে না ॥  ইসি মাহবুব

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৭ অক্টোবর ॥ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেয়া হবে না। এর জন্য যা যা করার প্রয়োজনে তার সবই আমরা করব। নির্বাচনে অর্থ ও পেশীশক্তির অপব্যবহার বন্ধ করা গেলে নির্বাচন শতভাগ সুষ্ঠু করা সম্ভব। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য রাজনৈতিকদলগুলোর মধ্যে সমঝোতার একান্ত প্রয়োজন কিন্তু আমাদের দেশে সেটা নেই। নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। দুঃখজনক হলেও সত্য এ ধারাবাহিকতা নেই। শনিবার রংপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে মুক্তিযুদ্ধের অবমাননা করা হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুবাস চন্দ্র সরকারের সভাপতিতে বক্তব্য দেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রমুখ। পরে প্রধান অতিথি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মেয়র সরফুদ্দিন আহমেদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বিতরণ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম । আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারাই পর্যায়ক্রমে এই ‘স্মার্ট কার্ড’ পাবেন। আগামী বছরব্যাপী নগরীর ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে পর্যায়ক্রমে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটারগণ এই স্মার্ট আইডি কার্ড পাবেন। স্মার্ট কার্ড পাওয়ার জন্য ভোটারদের অবশ্যই পূর্বের ল্যামিনেটিং এনআইডি কার্ড/ ভোটার স্লিপ সঙ্গে আনতে হবে। অপর সমন্বয়কারী সদর উপজেলা কর্মকর্তা সুমিয়ারা পারভীন জানান, রংপুর মহানগরীতে মোট ৩ লাখ ৯৪ হাজার ৪৮ ভোটার রয়েছে। এর মধ্যে বিভিন্ন ভুল থাকার কারণে সাড়ে সাত হাজারের মতো ভোটার তাদের স্মার্ট আইডি কার্ড পেতে বিলম্ব হবে। এদিকে, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোন তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে এনআইডি উইং। যেকোন ফোন থেকে ১০৫ নম্বরে কল করলে নাগরিকদের তথ্য জানাবেন জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা। এসএমএসের মাধ্যমে বিতরণের তারিখ ও কেন্দ্র সংক্রান্ত তথ্য জানতে যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঝঈ লিখে স্পেস দিয়ে ঘওউ লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর বসিয়ে (যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তারা প্রথমে জন্ম সাল যুক্ত করে) ১০৫ নম্বরে পাঠাতে হবে। যারা ভোটার হয়ে এখনও এনআইডি পাননি তাদের প্রথমে ঝঈ লিখে স্পেস দিয়ে ঋ লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফর্ম নম্বর স্পেস দিয়ে উ লিখে ণণণ-গগগ-উউউ ফরম্যাটে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাতে হবে। ফিরতি মেসেজে বিতরণের তারিখ ও বিতরণকেন্দ্র সম্পর্কিত তথ্য জানিয়ে দেবে ইসির এনআইডি উইং।
×