ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় আদিবাসী প্রতিবন্ধী কিশোর দু’সপ্তাহ ধরে নিখোঁজ

প্রকাশিত: ০৪:৪২, ৮ অক্টোবর ২০১৭

নওগাঁয় আদিবাসী প্রতিবন্ধী কিশোর দু’সপ্তাহ ধরে নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ অক্টোবর ॥ পত্নীতলার কৃষ্ণপুর ইউপির চকগোবিন্দ (ডাঙ্গাপাড়া) গ্রামের আদিবাসী প্রতিবন্ধী এক কিশোর দু’সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তার কোন সন্ধান না পেয়ে মা-বাবাসহ পরিবারের লোকজন চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। জানা গেছে, ওই গ্রামের আদিবাসী সিমন হাঁসদার প্রতিবন্ধী পুত্র রতন হাঁসদা (১৪) গত ২২ সেপ্টেম্বর শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে রতনের বাবা সিমন হাঁসদা ৫ অক্টোবর পতœীতলা থানায় একটি জিডি করেন। নিখোঁজ রতনের বাবা সিমন হাঁসদা জানান, রতন শুধু তার নাম বলতে পারে, ঠিকানা বলতে পারে না। সে বাম হাতে খাওয়া-দাওয়া করে।
×