ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিচারব্যবস্থা নিজেদের আয়ত্তে নিয়েছে সরকার ॥ রিজভী

প্রকাশিত: ০৪:৪১, ৮ অক্টোবর ২০১৭

বিচারব্যবস্থা নিজেদের আয়ত্তে নিয়েছে সরকার ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে জোরপূর্বক ছুটি দিয়ে সরকার বিচারব্যবস্থাকে নিজেদের আয়ত্তে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, একজন সুস্থ ব্যক্তিকে অসুস্থ বানিয়ে পদ থেকে সরিয়ে দেয়ার ইতিহাস আওয়ামী লীগের অনেক পুরনো। প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ স্টাইলে অসুস্থ বানিয়ে দেয়া হয়েছে। যেভাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হককে পাগল বানান হয়েছিল। তিনি বলেন, প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরিয়ে দেয়ার এটি প্রথম পদক্ষেপ। এখন নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে কোন পার্থক্য নেই। সব বিভাগের ওপরই সরকারের একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে আগামী দিনের সকল রায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই নিয়ন্ত্রণ হবে। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, যেভাবে প্রধান বিচারপতিকে নাজেহাল করা হয়েছে, যেভাবে বিচার বিভাগের সম্মান ও মর্যাদা নস্যাত করা হয়েছে তাতে বিচার বিভাগের ভাবমূর্তি বলে কিছু অবশিষ্ট রইল না। তাই এ সরকারের দুঃসহ দৌরাত্ম্যের বিরুদ্ধে সকলে মিলে সোচ্চার না হলে ভবিষ্যতে বিরোধী দল, মত ও বিশ্বাসের লোকদের ন্যায়বিচার পাওয়ার আর কোন সম্ভাবনাই থাকবে না। ভারতের সঙ্গে ঋণ চুক্তি প্রসঙ্গে রিজভী বলেন, নানা শর্তের বেড়াজালে ভারতের সঙ্গে তৃতীয় ঋণের ৪৫০ কোটি ডলারের (৩৬ হাজার কোটি টাকা) চুক্তি করেছে সরকার। ভারত থেকে লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় নেয়া আগের দুটি ঋণের (তিন শ’ কোটি ডলার) সার্বিক কার্যক্রম সঠিকভাবে বিশ্লেষণ করে থাকলে পুনরায় একই ধরনের ঋণ নেয়ার প্রয়োজন ছিল না। কারণ, আগের দুটি প্রকল্প এখনও বাস্তবায়ন করতে পারেনি সরকার। ২০১৬ সালে চুক্তি হওয়া দ্বিতীয় ঋণের ২০০ কোটি ডলার এখনও ছাড় হয়নি। আর প্রথম ঋণের ১০০ কোটি ডলারের মধ্যে সাত বছরে ছাড় হয়েছে মাত্র ৩৭ কোটি ৬০ লাখ ডলার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দলের নেতা বিলকিছ জাহান শিরিন, সরফত আলী শফু, আবদুস সালাম আজাদ, সানাউল্লাহ মিয়া, হাবিবুল ইসলাম হাবিব, মুনির হোসেন প্রমুখ। আওয়ামী লীগ রোহিঙ্গা সঙ্কট সমাধান করতে পারবে নাÑ ড. মোশাররফ কূটনৈতিক ব্যর্থতার কারণে আওয়ামী লীগ রোহিঙ্গা সঙ্কট সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা সমাধান কোন্পথে ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. মোশাররফ বলেন, প্রধান বিচারপতি অসুস্থ নন, তিনি সুস্থ। ঢাকেশ্বরী মন্দিরে তার যাওয়ার ঘটনায় এটা প্রমাণিত। তাকে জোর করে ছুটি দেয়া হয়েছে। সরকার আদালতের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির ওপর খড়্গহস্ত প্রয়োগ করেছে। যেদিন তাকে জোর করে ছুটিতে পাঠানো হলো সেদিনও তিনি অফিসে বসেছেন। তিনি সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের সভা করেছেন। আর দুপুরের পরই তিনি অসুস্থ হয়ে গেলেন! জাগপা সভাপতি রেহানা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন প্রমুখ।
×