ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ২৮ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪১, ৮ অক্টোবর ২০১৭

রাজধানীতে ২৮ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় ২৮ হাজার ইয়াবাসহ এক দম্পতি ও তাদের তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ সাড়ে ১৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এদিকে ঢামেক হাসপাতাল এলাকায় র‌্যাব পরিচয়ে চাঁদা তোলার সময় এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শাহজালালে ৫০ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর উত্তরায় ২৮ হাজার ইয়াবাসহ এক দম্পতি ও তাদের তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ জাহিদ হাসান (৩৬), তার স্ত্রী পাপিয়া হাসান (২৫) এবং তাদের তিন সহযোগী মোঃ ফেরদৌস (২২), মোঃ মুসা (২৬) ও মোঃ রফিকুল ইসলাম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ সাড়ে ১৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। র‌্যাব-১ এর কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার গভীর রাতে র‌্যাব-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীন ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ির তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্লাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৮৪ লাখ টাকা। পরে তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তিনি জানান, তারা গত জুন মাসে এ বাসায় ভাড়া উঠেছিল। র‌্যাব জানায়, রাজধানীতে যে কয়জন ইয়াবা বিক্রেতা রয়েছে তাদের মধ্যে জাহিদ অন্যতম। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। যে বাসাটি সে ভাড়া নিয়েছে সেই বাসার আশপাশে বেশ কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে জাহিদ ওই বাসাটি ভাড়া নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, জাহিদ বড় মাপের ইয়াবা বিক্রেতা। ৫০টি ইয়াবার প্যাকেট ছাড়া জাহিদ খুচরা বিক্রি করত না। তার কাছ থেকে এসব প্যাকেট নিয়ে অনেকেই খোলাবাজারে বিক্রি করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিল। পরস্পর যোগসাজশে মহিলাদের দেহের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে কক্সবাজার হতে ঢাকা নিয়ে এসে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতারক গ্রেফতার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় র‌্যাব পরিচয়ে চাঁদা তোলার সময় ফরমান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছে তিনটি মোবাইল ও ৩০ হাজার চারশ টাকা পাওয়া যায়। অবৈধ সিগারেট জব্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেটগুলো ইন্দোনেশিয়ার তৈরি। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শুল্ক করসহ এসব সিগারেটের দাম প্রায় আড়াই লাখ টাকা। শনিবার মালয়েশিয়া থেকে আসা যাত্রী মোঃ নুরুল ইসলামের কাছ থেকে ওই সিগারেটগুলো জব্দ করা হয়।
×